নিজস্ব প্রতিবেদনঃ ৩মে মঙ্গলবার শুভ অক্ষয় তৃতীয়া ও ঈদ মোবারক এর শুভেচ্ছা বার্তা দিয়ে বীরভূম জেলার তারাপীঠের মন্দিরে বহুদূর দুরান্তের থেকে পুণ্যার্থীরা পুজো দেন।এই অক্ষয় তৃতীয়া ও পবিত্র ঈদ উৎসবে দিন তারাপীঠে মাঁ তারার পরমপূজ্য গুরুদেব শিশির কুমার শর্মা প্রতিষ্ঠিত ত্রিনয়নী আশ্রমের শ্যামাপূজা ও মনসা দেবীর মন্দিরের ২৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় মহাসমারোহে। ১লা মে ২০২১সালে মাতৃ সাধক শিশির কুমার শর্মার মৃত্যু হয়। তাই আজ ত্রিনয়নী আশ্রম প্রাঙ্গণে পরমপূজ্য শ্রীগুরুদেবের বিদ্রোহ সমাধি মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই দিন উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের ও সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রী জয়দীপ মুখার্জি, কলকাতা হাইকোর্টের আইনজীবী সুরঞ্জন দাস গুপ্ত, বিহারের স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবী বিক্রমাদিত্য যোশী এবং রাজীব সিনহা বিশিষ্ট সমাজসেবী ছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন ত্রিনয়ণী আশ্রমে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা ভোগ প্রসাদ গ্রহণ করেন। ১মে ২০২১সালে মাতৃ সাধক শ্রী শ্রী শিশির কুমার শর্মা পরলোকগমন করেন ।