ঘোলার মুরাগাছা মোড়ের কাছে গাড়ির সঙ্গে সাইকেলের ধাক্কার মৃত ১, আহত ১


বিশ্বজিত নাথঃ গাড়ির সঙ্গে সাইকেলের সংঘর্ষে মৃত্যু হল একজনের। মৃতের নাম কুদ্দুস আলি। তাঁর বয়স ১৯ বছর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঘোলা থানার মুরাগাছা মোড়ের কাছে কল্যাণী হাই রোডের ওপর দেবরূপায়ন নগরের সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুড়াগাছা মোড় থেকে ব্যারাকপুরগামী গাড়িটি দেবরুপায়ণ নগরের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। আহতদের তৎক্ষনাৎ পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কুদ্দুস আলী। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাইকেল আরোহী আব্দুল দাইিহান গাজী। তাঁর বয়স ৩৬ বছর। অভিযোগ উঠেছে, গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে উল্টো দিক থেকে এসে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights