নিজস্ব প্রতিবেদনঃ পাড়ায় পাড়ায় তারার খোঁজে এক অসাধারণ ধারণার ওপর ভর করে আগামী দিনে আসতে চলেছে ও টি টি প্লাটফর্মে এক রিয়্যালিটি শো। এই শো নিয়ে একটি প্রেস মিট হয়ে গেল গত ৫ই মে কলকাতার ই এম বাইপাশের ধারে পাটুলিতে য়্যুয়ান রেস্টুরেন্টে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র মল্লার ঘোষ, গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, গায়িকা নিপবীথি ঘোষ, তবলা বাদক রাতুল শঙ্কর, অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, গল্প হলেও সত্যির পরিচালক সৌম্যজিৎ আদক, সিনেমা ও ধারাবাহিক খ্যাত গায়ক জয় ভট্টাচার্য, এ সময়ের ব্যস্ততম অভিনেত্রী এনা সাহা, অভিনেত্রী অনিন্দিতা সরকার, বিশিষ্ট চিত্র শিল্পী অসীম পান্ডে সহ বিশিষ্টজন। আগামীতে যে রিয়্যালিটি শো আসতে চলেছে তার মাষ্টার মাইন্ড পাপান । যে একটি এস এম স্টুডিও নামে সামাজিক মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে সদর্পে। এছাড়াও টুডেজ স্টোরি নামে একটি সংগঠন যে এই রিয়্যালিটি শো অর্গানাইজ করতে চলেছে তার কর্ণধার প্রীতম সরকার, নুপুর ও তার সহযোগীবৃন্দ। এবং সর্বপরি বলতেই হয় বিপ্লব চক্রবর্তীর কথা। যার ব্যবস্থাপনায় এই উদ্যোগে সকল গুণমুগ্ধ মানুষজনের আগমন।
আগামীতে এই টুডেজ স্টোরি কিভাবে এই রিয়্যালিটি শো ও টি টি প্লাটফর্মে আনতে চলেছে তারই ধারণা আমাদের সঙ্গে ব্যক্ত করলেন প্রীতম সহ বিশিষ্ট জনেরা। আপনাদের অনুরোধ সময় করে একটু ভিডিও টি দেখে নিন। তাহলেই হয়ত আপনাদের সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। তবে এটুকু বলতে পারি সারা বাংলা জুড়ে এর অডিশন চলবে। মোট চারটি জেলায় এর অডিশন হবে। আশা করব ইন্ডিয়ান আইডলের পর বাংলায় উচ্চ চিন্তা ভাবনা ও গানের সকল দিককে প্রাধান্য দিয়ে এই প্রথম রিয়্যালিটি শো আনতে চলেছে টুডেজ স্টোরি। যদিও এটি ও টি টি প্লাটফর্মে আসছে। তবুও বলতে পারি বাংলার কোনায় কোনায় থাক ছেলে মেয়েদের আগামীর একটা দিশা হয়ত দেখাতে পারবে গানের জগতে।