PHE পাইপ ফেটে অপচয় হচ্ছে পানীয় জল


মালদা: PHE পাইপ ফেটে অপচয় হচ্ছে পানীয় জল। হু হু করে পাইপ ফেটে বেরিয়ে যাচ্ছে পরিশুদ্ধ পানীয় জল। অথচ এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই PHE কর্তৃপক্ষের বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র। বুধবার মালদা শহরের পোস্ট অফিস মোড়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি অমৃতি রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাই প্রতিদিনই ওই রাস্তা দিয়ে তাকে যাতায়াত করতে হয়। বিষয়টি ইতিমধ্যে তার নজরে এসেছে। বড় মোহন পুরে পাইপ ফেটে অপচয় হচ্ছে জল। বিষয়টি লিখিত আকারে জানানো হবে PHE দপ্তরে। যাতে এই জল অপচয় বন্ধ করা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights