কালী পূজোর খুঁটি পুজো‌‌‌ অনুষ্ঠান ‌


কালী পূজোর খুঁটি পুজো‌‌‌ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মধ্যমগ্ৰাম চৌমাথার সুভাষ ময়দানে ‌।এই খুঁটি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করতে উপস্থিত ছিলেন প্রজাতি সিনেমার নায়িকা শ্বেতা‌ ভট্টাচার্য / আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুর পারিষদ সুভাষ ব্যানার্জি এবং আশিয়ান‌ কাপ‌ জয়ী কলকাতা ময়দানের পরিচিত ফুটবলার দেবজিৎ‌ ঘোষ‌। ইয়ং রিক্রিয়েশন ক্লাবের কালী পূজো বরাবরই নজর কাড়ে , এইবছর খুঁটি পুজোর এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর পারিষদ সুভাষ ব্যানার্জি বললেন ইয়ং রিক্রিয়েশন ক্লাবের কালী পূজো এই বারেও নজর কাড়বে পাশাপাশি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বলেন মধ্যমগ্ৰামের কালীপূজো একটা বিশেষ পরিচিতি রয়েছে ‌। আশাকরি এই বার‌ও তার ছাপ থাকবে‌। ইয়ং রিক্রিয়েশন ক্লাব প্রতি বছর‌ই দৃষ্টি নন্দন কালীপূজো করেন পাশাপাশি সামাজিক কাজেও পিছিয়ে নেই এই স্থানীয় ক্লাব‌।তবে কাউন্সিলর সুভাষ ব্যানার্জি কিছুতেই খোলসা করলেন না সাংবাদিকদের কাছে যে‌ কিসের ওপরে এবারের প্যান্ডেল হচ্ছে কাউন্সিলর সুভাষ ব্যানার্জি বলেন পুজো শুরুর ৭ দিন আগে আবার সাংবাদিক সম্মেলন করে প্যান্ডেল কি নিয়ে হয়েছে এবং কিসের উপরে হয়েছে তা খোলসা করা হবে। ‌এখন দেখার পুজোর কাউন্টডাউনে জেলা না মধ্যমগ্রাম কে কাকে টক্কর দেয় ‌।


Verified by MonsterInsights