মালদা: আসন্ন দুর্গাপূজো উপলক্ষে সাড়ম্বরে খুঁটি পূজার আয়োজন করল পুরাটুলি মহিলা কমিটি। ঢাক ঢোল সহকারে অনুষ্ঠিতে খুঁটি পুজোয় সামিল হতে দেখা গেল এলাকার শতাধিক মহিলাদের। উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস। ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ দাসের উদ্যোগে কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে মহিলা পরিচালিত এই পুজো। খুঁটি পূজার মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হয়ে গেল দুর্গাপুজোর তোরজোর। জানা গেছে পুজোর এই কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
Malda: On the occasion of the upcoming Durga Puja, the Puratuli Mahila Samiti has organised a pole puja at Sarmbhar. Hundreds of women from the area were seen participating in the procession held with dhak dhol. Trinamool leader Prasenjit Das was present. The puja, which was conducted by women, has been held for several years under the initiative of former Trinamool councillor and Trinamool leader Prasenjit Das of ward number 12. Durga Puja’s torjo began on Monday with the pole puja. It is known that these few days of the puja, different types of events are organized starting from the cultural program.