করণদিঘীঃ মোহাম্মদ জাকারিয়াঃ সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এদিন প্রায় ২৫০ জন এলাকার গরীব অসহায় মানুষদের মধ্যে কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন করণদিঘী থানার আই.সি পলাস মহন্ত। ট্রাফিক অফিসার হৃদম সাহা। রসাখোয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌমনাথ পাটোয়ারী সহ অন্যান্যরা। সূত্রের খবর, করণদিঘীর রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েতের পুলিশ পোস্টের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হয়। আরও জানা যায় পুলিশের সঙ্গে মানুষের সাধারণ মানুষের যোগাযোগ স্থাপনের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়। পুলিশদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Karandighi: Mohammad Jakaria: In Dighi, the blanket independence from the police outpost party of people including Ai On Monday North Dinajpur cooperation Karandighi party was blanketed from Roskhowa police outpost party. On this day, about 250 underprivileged people were given blankets. Karandighi IC Palas Mahanta. Traffic officer Hridoyam Saha. Roskhowa police outpost in-charge Soumnath Patwari and others. According to sources, blankets were distributed to the poor and helpless people by the police post of Rasakhoa 1 village panchayat of Karandighi. It is also known that such initiatives are taken to establish contact between the people and the police. The local residents applauded the initiative of the police.