মেচেদাঃ ১০ই ফেব্রুয়ারি শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার সহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা তে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে ও রাজ্যজুড়ে পুলিশ নির্যাতনের বিরুদ্ধে, এসএসসি পিএসসি প্রাইমারি সহ সমস্ত ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগের দাবি সহ সব বেকারদের কর্মসংস্থানের দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুক মহকুমার সমস্ত ডি ওয়াই এফ আই কর্মী সমর্থকদের নিয়ে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় আজ। এই মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় ডি ওয়াই এফ আই জেল সভাপতি সুকুমার মইশাল, সম্পাদক ইব্রাহিম আলী, সম্পাদক মন্ডলীর সদস্য নাজির হোসেন, লোকাল কমিটির সম্পাদক সঞ্জীব আচার্য সহ অন্যান্য বিভিন্ন প্রাক্তন নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।
Mecheda: A protest march was held at Mecheda in Shahid Matangini block of Purba Medinipur district on Friday, February 10, against the anti-public interest budget of the central government and against police atrocities across the state, demanding free recruitment in all fields including SSC PSC primary, and employment of all unemployed people in Tamluk subdivision of Purba Medinipur district. DYFI Jail President Sukumar Moishal, Secretary Ibrahim Ali, Editor’s Council member Nazir Hossain, Local Committee Secretary Sanjib Acharya and various other former leaders were also present on the occasion.