নদীয়া। ১০ ই ফেব্রুয়ারি ২০২৩ নবদ্বীপঃ বিজেপির নদীয়া উত্তর সংগঠনিক জেলার উদ্যোগে এদিন নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় সরকারের ২০২৩ বাজেট কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যসভার বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাসগুপ্ত। এছাড়াও ছিলেন বিজেপির নদীয়া উত্তর সংগঠনিক জেলার সভাপতি সহ নবদ্বীপ বিধান সভার কনভেনর শশধর নন্দী,নদীয়া জেলার অন্যতম নেতা নবীন চক্রবর্তী ও বহু কর্মী সমর্থক বৃন্দ। এদিন এই কর্মশালায় বিভিন্ন বক্তা কেন্দ্রীয় সরকারের বাজেটে সাধারন মানুষের জন্য যে সমস্ত প্রকল্প সুযোগ সুবিধা নিয়ে আসা হয়েছে সেগুলি নিয়ে কর্মীদের সচেত করে ,বিভিন্ন এলাকায় জনসাধারনের কাছে পৌঁছে দিতেই এদিনের এই কর্মশালা বলে জানালেন নবদ্বীপ বিধান সভার কেন্দ্রের কনভেনর শশধর নন্দী। এদিন কর্মশালায় উপস্থিত রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাসগুপ্ত বলেন , কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জন কল্যাণমুখী প্রকল্প নিয়ে গোটা দেশ এগিয়ে চলেছে আর আমরা বাংলায় কেন এগোতে পারছিনা। তিনি বিজেপি সরকার দেশের মহিলাদের মান সম্মানের কথা মাথায় রেখে চালু করেছে উজ্জ্বলা গ্যাস, শৌচালয় এছাড়াও আবাস যোজনা প্রকল্প , এছাড়াও তিনি বলেন আমরা যেন পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথায় বললেও রাজ্য সরকার বাংলাকে পিছিয়ে রাখছে আর বলছে কেন্দ্র দিচ্ছে না। আমাদের আদর্শ আরও বৃহৎ, আমরা চাই ভারত বর্ষকে আরও মহান করতে।
Nadia. Nabadwip: Bjp’s Nadia Uttar Organisational District organized the central government’s 2023 budget workshop at The Navadwip General Library Mancha on February 10, 2023. Former BJP RAJYA Sabha MP Swapan Dasgupta was also present at the workshop. Bjp’s Nadia North organisational district president sashadhar Nandi, convener of Nabadwip Vidhan Sabha, Navin Chakraborty, one of the leaders of Nadia district, and many activists and supporters were also present. Sashadhar Nandi, convener of the Nabadwip Legislative Assembly, said that the workshop is aimed at making the workers aware of the schemes that have been brought to the common people in the central government’s budget and to reach out to the people in different areas. Former Rajya Sabha MP Swapan Dasgupta, who was also present at the workshop, said, “The entire country is moving ahead with various welfare-oriented schemes of the central government and why can’t we move forward in Bengal. He said the BJP government has launched Ujjwala gas, toilets and housing schemes keeping in mind the dignity of women in the country. While the central government has asked the state for development in various sectors, the state government is holding Bengal back and saying that the Centre is not giving it. Our ideals are bigger, we want to make India greater.