সুজাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কর্মীসভা


মালদা: সুজাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক কর্মীসভা। রবিবার সকালে সুজাপুর স্টান্ডে আয়োজন করা হয়েছিল এই কর্মী সভার। এদিন এই কর্মী সভায় উপস্থিত সকল তৃণমূল নেতৃত্বকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন সুজাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মফিজুল সেখ, মালদা জেলা পরিষদের সদস্য হাজী কেতাবুদ্দিন, গয়েশবাড়ি অঞ্চল সভাপতি মিরাজুল বসনি, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শফিকুল আলম,সহ অন্যান্যরা। লক্ষী বান্ডা থেকে স্বাস্থ্য সাথী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলিকে সামনে তুলে ধরে কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্বরা।

Malda: A workers’ meeting was organized by the Sujapur Area Trinamool Congress Committee. The meeting was held at Sujapur stand on Sunday morning. On this day, all the grassroots leaders present in this workers’ meeting were felicitated. Sujapur area Trinamool Congress Committee president Mofizul Sheikh, Malda zilla parishad member Haji Ketabuddin, Gayeshbari area president Mirajul Basni, Malda district Trinamool Youth Congress general secretary Shafiqul Alam, among others, were present. Tmc leaders addressed the workers’ meeting highlighting several development projects of Chief Minister Mamata Banerjee, who is a swasthya sathi from Lakhi Banda.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights