মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নতুন কর্মসূচি। তৃণমূল সুপ্রিমো তথা রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীসভা থেকে কর্মসূচির ঘোষণা করেছেন। যার নাম দেওয়া হয়েছে দিদির সুরক্ষা কবজ। সে কর্মসূচি শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বিভিন্ন অঞ্চলে। রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাতনুর বাগানবাড়ি, বৈশাখ পাড়া সহ বেশ কিছু এলাকায় ‘দিদির-দূত’ রা সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ জনগণের কাছে পৌঁচ্ছছে কি না তার খোঁজখবর নেই। জানা যায় পাশাপাশি মানুষের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনতে, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি নিয়ে মানুষের দরজায় হাজির হন দিদির দূতরা। এই প্রকল্পগুলির মাধ্যমে জনসংযোগ কর্মসূচি করছেন বিভিন্ন তৃণমূল নেতারা। সূত্রের খবর, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর যে জনমুখী প্রকল্প রয়েছে তার মধ্যে মানুষকে সুরক্ষিত রাখার জন্য পনেরোটি প্রকল্প রয়েছে। সেগুলো মানুষ ঠিকমতো পাচ্ছে কিনা, না পেলে কোথায় সমস্যা সেসব জানতে দিদির দূতরা গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাচ্ছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজিজুল রহমান। করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সাইদুর রহমান। অঞ্চল সভাপতি আবদুর রহিম, লাল মহম্মদ সহ আরো অনেকেই।
North Dinajpur: Ahead of the panchayat elections, a new programme has been taken by the ruling Trinamool Congress (TMC) in the state. Tmc supremo and Raj Chief Minister Mamata Banerjee announced the programme from the party’s workers’ meeting. Which has been named didi’s protective shield. The programme has started in different areas of Karandighi block of North Dinajpur district. On Sunday, in several areas of Raniganj gram panchayat under Karandighi block of North Dinajpur district, including Patnur Baganbari, Baishakh Para, there is no information about whether the ‘didi-doots’ are reaching the facilities of all government schemes to the general public. It is known that didi’s envoys came to the door of the people with various pro-people projects of the state government, listening to the shortages, grievances, problems of the people. Various grassroots leaders are doing public relations programs through these projects. “Chief Minister Mamata Banerjee’s pro-people schemes include 15 projects to keep people safe. Didi’s envoys are going from village to village, door to door to find out if people are getting them properly, if they do not get them, where is the problem. Azizul Rahman, deputy head of Raniganj gram panchayat, was present at the programme. Saidur Rahman, a member of the Karandighi block Trinamool Congress committee. Area president Abdur Rahim, Lal Mohammad and many others.