বিজেপির জয়েনিং প্রোগ্রাম


নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের অন্তর্গত খুড়কা ফুটবল ময়দানে বিজেপির এক জয়েনিং প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার। এই জয়েনিং প্রোগ্রামে বিভিন্ন দল থেকে আসা রসাখোয়া ১ নং এবং ২ নং পঞ্চায়েতের অনেকেই মন্ডল সভাপতি অপিল সিনহার নেতৃত্বে যোগদান করেন এবং বিগত দিনে বিজেপির যে সব পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করেছিলেন তারা নিজের ঘরে ফিরে এলেন বলে দাবী বিজেপির। এদিন উপস্থিত ছিলেন, উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার, ১৮ নং মন্ডল সভাপতি অপিল সিনহা, জেলা সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, জেলা সম্পাদিকা শম্পা মহন্ত, রাজ্য SC মোর্চার অখিল মজুমদার, জেলার স্যোস্যাল মিডিয়া কো-ইঞ্চার্জ দীপঙ্কর দাস সহ আরো অন্যান্য কার্যকর্তারা।

A joining programme of the BHARATIYA Janata Party (BJP) was held at Khurka Football Ground in Karandighi block of North Dinajpur district on Saturday. The joining programme was attended by many people from Rasakhowa No. 1 and 2 panchayats under the leadership of Mandal president Apila Sinha, and all the panchayat members who had joined the TMC in the past returned to their homes, the BJP claimed. North Dinajpur district president Basudeb Sarkar, 18th mandal president Apil Sinha, district general secretary Tapas Biswas, district secretary Shampa Mahanta, state SC Morcha’s Akhil Majumdar, district social media co-incharge Dipankar Das and other functionaries were present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights