কোমর বেঁধে মাঠে নেমেছে কংগ্রেস শিবির


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুর : সামনে পঞ্চায়েত ভোট। সাগরদিঘী উপনির্বাচনের ফলাফলের পর এই মুহূর্তে বিভিন্ন জেলায় নিজেদের হারানো জমি ফিরে পেতে কোমর বেঁধে মাঠে নেমেছে কংগ্রেস শিবির। সেই উপলক্ষে চলছে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি। এক সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল উত্তর দিনাজপুর জেলা। এই উত্তর দিনাজপুর জেলাতেই আসন্ন পঞ্চায়েত ভোটে ভাল ফলাফল করতে মরিয়া কংগ্রেস। সেই উপলক্ষে রবিবার করণদিঘী ব্লক কংগ্রেস দলীয় কার্যালয়ে করণদিঘি ব্লক যুব কংগ্রেস কমিটির গঠন করা হয়। এদিন উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি সারোয়ার আলম। ছিলেন রাজ্যে কংগ্রেস কমিটির সদস্য আবু বাক্কার। সঞ্জীব কর্মকার সহ আরো অনেকেই।

Mohammad Zakaria: Uttar Dinajpur: Panchayat elections ahead. After the results of the Sagardighi by-election, the Congress camp is now in the field to regain its lost ground in different districts. Various organizational programs are going on on this occasion. North Dinajpur district was once a stronghold of the Congress. The Congress is desperate to do well in the upcoming panchayat polls in North Dinajpur district. On the occasion, the Karandighi Block Youth Congress Committee was formed at the Karandighi Block Congress party office on Sunday. Block Youth President Sarwar Alam was present on the occasion. Abu Bakar, a member of the Congress committee in the state, was present. Sanjib Karmakar and many others.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights