মালদাঃ পঞ্চমীর সকালে কলকাতা থেকে মালদায় আসলেন সাংসদ তথা কেন্দ্রীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ ।জেলা বিজেপি কর্মী কর্মীরা তাকে স্বাগত জানাতে এদিন সকালে মালদা টাউন স্টেশনে হাজির হন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিজেপি দিলীপ ঘোষ জানান নেতা নেত্রীরা এমনকি সেলিব্রেটিরা সব শহরের পুজোতে অংশগ্রহণ করে । এবার আমি মালদার গ্রামের বেশ কিছু পুজোতে আজকে উপস্থিত হব এবং কিছু উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করব। পাশাপাশি তিনি জেলা তৃণমূল কংগ্রেসের বিতর্কিত মন্তব্যের বিষয়ে জানান তিনি যদি জেলে ঢুকে যান তাহলে কেমন হবে ? বড় দাদারা যেমন যে রাস্তায় গিয়েছেন তিনি কি সেই রাস্তায় যেতে চান। এই জন্য সিবিআই তদন্ত চলছে। এই জন্য মালদায় গত বিধানসভায় সাধারণ মানুষ টিএমসি কোন সিট দেননি, মালদার মানুষই এর বিচার করবে ।
Malda: Bjp MP and central BJP vice-president Dilip Ghosh arrived in Malda from Kolkata on the morning of Panchami. District BJP workers arrived at Malda Town station this morning to welcome him. Speaking to reporters, BJP MP Dilip Ghosh said leaders and even celebrities participate in pujas in all cities. This time, I will be attending several pujas in Malda village today and attending some of the opening ceremonies. He also spoke about the controversial remarks made by the district Trinamool Congress and said what would happen if he entered jail. Does he want to go on the road that the elder grandfathers have gone to. A CBI investigation is underway. That is why the common people of Malda did not give any seat to tmc in the last assembly, the people of Malda will judge it.