মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুর: পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের উদঘাটনে গিয়ে করণদিঘী বিধায়ক গৌতম পালের হাত ধরে বিজেপি সহ অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয় বুধবার লাহুতারা ১ ও ২ নম্বর অঞ্চলে। তৃণমূল সূত্রে জানা যায় করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস SC সেল নেতৃত্বে তৃণমূলের উন্নয়ন দেখে বিজেপি সহ অন্যান্য দল থেকে ৫ থেকে ৬ শো জন নেতা কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।পাশাপাশি আজ লাহুতরা ১ নম্বর ও ২ নম্বর অঞ্চল, করণদিঘী ১ও ২ নম্বর অঞ্চলে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের উদঘাটন করা হয়। এদিন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস যোগদান করেন রুপ লাল সিংহ, কল্পনা সিংহ, সহ অন্যান্যরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদীঘির বিধায়ক গৌতম পাল। ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুভাষচন্দ্র সিনহা। ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি শ্যামলাল মাহাতো। ছিলেন SC সেলের ব্লক সভাপতি ইন্দ্রমোহন সিংহ সহ আরও অনেকেই।
Mohammad Zakaria: North Dinajpur: Joining Trinamool Congress from BJP and other parties holding the hands of Karandighi MLA Gautam Pal to inaugurate the Pathashree Rastasree project was held in Lahutara Zone 1 and 2 on Wednesday. According to Trinamool sources, after seeing the development of Trinamool under the leadership of Karanadighi Block Trinamool Congress SC Cell, 5 to 6 hundred leaders and activists from BJP and other parties joined Trinamool Congress. Besides today, Lahutra 1st and 2nd zone, Karanadighi 1st and 2nd zone, Pathashree Rastashri project was inaugurated. is done On this day Roop Lal Singh, Kalpana Singh and others joined Trinamool Congress from BJP. Karandighi MLA Gautam Pal was present in this program. Block Trinamool Congress Committee President Subhash Chandra Sinha. Block Trinamool Congress Committee Vice President Shyamlal Mahato. SC Cell Block President Indramohan Singh and many others were there.