গোপাল বিশ্বাস, নদীয়া-: পঞ্চায়েত নির্বাচন যতই দৌড় গোড়ায় আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এক ফোঁটাও জায়গা ছাড়তে নারাজ শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। গত পঞ্চায়েত নির্বাচনেও অশান্তিতে ভরপুর হয়ে উঠেছিল গোটা রাজ্য। এবার পঞ্চায়েত নির্বাচন আসার আগে ফের গভীর রাতে নদীয়ায় বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গবার চরের এলাকায় সমীর বিশ্বাসের বাড়িতে।
আর যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমীর বিশ্বাস এলাকার বিজেপি নেতা তথা বিজেপির শক্তি প্রমুখ পদে আছেন বলে জান যায়। তার অভিযোগ, গতকাল সন্ধ্যায় ভাগীরথী নদীর তীরে তার পরিবারের এক সদস্য সাথে অশান্তি হয় তৃণমূলের বেশ কিছু যুবকদের সাথে, পরবর্তীতে রাত দুটো নাগাদ আচমকায় তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাস বাইরে বেরিয়ে এসে দেখে তার ঘরের টিনের চালার উপরে একটি ফাটা বোম পড়ে রয়েছে, আরও একটি বোম নিচের অংশে পড়ে থাকতে দেখেন তিনি।
খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, পুলিশ গিয়ে বোমা গুলিকে উদ্ধার করে।বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাসের সরাসরি অভিযোগ, এই ঘটনার সাথে ওই অঞ্চলের তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরায় জড়িত রয়েছে। যদিও সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরের বিজেপির শীর্ষ নেতৃত্বরা বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা করেন। তবে বোমাবাজির ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন ওই অঞ্চলের ২৩৭ নম্বর বুথের বুথ সভাপতি রঘুনাথ মিত্র। তিনি বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন এই অঞ্চলে তৃণমূলের যথেষ্টই প্রভাব রয়েছে, বিজেপির কোনো রকম প্রভাব নেই বলে নিজেরা চক্রান্ত করেই বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তৃণমূল এই ধরণের নোংরা রাজনীতি করে না। আমরা সকলেই এই অঞ্চলে মিলেমিশে বসবাস করি। থানায় করা অভিযোগের ভিত্তিতে বোমাবাজির ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Gopal Biswas, Nadia-: State politics is heating up as the panchayat elections are approaching. From the ruling party to the opposition, they are reluctant to leave even a drop of space in the upcoming panchayat elections. The entire state was full of unrest in the last panchayat elections as well. This time, before the panchayat elections, there was a lot of excitement in the area due to the late night bomb blast in Nadia. The sensational incident took place at the house of Sameer Biswas in Gabar Char area under Belgharia Du No. Panchayat of Shantipur Block in Nadia. And with which the political tussle has already started. It is known that Sameer Biswas is the BJP leader of the area and the strength of the BJP. He alleged that yesterday evening a member of his family had a disturbance along with several Trinamool youths on the banks of Bhagirathi river, later miscreants bombarded his house at around two in the morning. BJP stalwart Sameer Biswas came out to find a bomb lying on the tin shelf of his house, another bomb lying below. On receiving the news, Shantipur police went to the spot last night, the police went and recovered the bombs. Sameer Biswas, the power of BJP, directly alleged that Trinamool’s aides of the area are involved in this incident. However, the top BJP leaders of Shantipur visited the house of Sameer Biswas, the BJP’s Shakti, in the morning regarding this incident. However, Raghunath Mitra, booth president of booth number 237 of that area, completely denied the incident of bombing. He said that Trinamool has enough influence in this region ahead of panchayat elections, they are trying to put the blame on the shoulders of Trinamool by plotting and bombarding them as BJP has no influence. Trinamool does not do this kind of dirty politics. We all live together in this region. Police of Shantipur police station has already started investigation into the incident of bombing based on the complaint made to the police station.