মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার আলতাপূর 1 নং অঞ্চলের খোয়াসপুর 205 নং বুথের বুথ কমিটি গঠন গঠন ও আলোচনা সভার ডাক দেওয়া হয় শুক্রবার সন্ধ্যায়। এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের সেক্রেটারি শাহজাহান আহমেদ। করনদীঘি ব্লক যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জীব কর্মকার ও বর্তমান ব্লক যুব কংগ্রেসের সহ সভাপতি কবির আলী এবং যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি মিজানুর রহমান।
করণদিঘী ব্লক যুব কংগ্রেসের সভাপতি সারোয়ার আলম বলেন সামনে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে করণদিঘী ব্লকের বাজারগাও এক নম্বর অঞ্চলে এবং আলতাপুর এক নম্বর অঞ্চলে অঞ্চল কমিটি এবং বুথ কমিটি গঠন করা হয়। মানুষ কংগ্রেস মুখি হচ্ছেন, সামনে নির্বাচনে আমরা ভালো ফলাফল করব আশা রয়েছে।
Mohammad Zakaria: Booth committee formation and discussion meeting of Khwaspur 205 booth No. Altapur No. 1 area of Karandighi Assembly of North Dinajpur district was called on Friday evening. Secretary of Uttar Dinajpur District Youth Congress Shahjahan Ahmed was present on this day. Karandighi Block Youth Congress former president Sanjeev Karmakar and present Block Youth Congress Vice President Kabir Ali and Youth Congress Regional President Mizanur Rahman.
Karandighi Block Youth Congress President Sarwar Alam said that in view of upcoming panchayat elections, regional committees and booth committees were formed in Bazargao No.1 zone and Altapur No.1 zone of Karnadighi block. People are turning towards Congress, there is hope that we will get good results in the upcoming elections.