গোপাল বিশ্বাস , নদীয়া-ঃ করোনা কালে করোনা বিধি লংঘন এর দ্বায়ে পুলিশ প্রশাসন আইনি পদক্ষেপ নিয়েছিল রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এর বিরুদ্ধে। যা নিয়ে নবদ্বীপ আদালতে মামলাও হয়,। মঙ্গলবার সেই মামলার সুবাদে নবদ্বীপ আদালতে আসেন সাংসদ জগন্নাথ সরকার। আর এদিন সাংসদ জগন্নাথ সরকার আদালতের কাজ মিটিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, আর তখনি নবদ্বীপ পৌরসভার পৌর পতি বিমান কৃষ্ণ সাহার নাম করে বলেন আমি মানুষের জন্য করোনা বিধি মেনে এসেছিলাম কিন্তু তৎকালীন পুলিশ প্রশাসন বিমান সাহার কথা শুনে রাত্রী তিনটের সময় আমার বাড়িতে যায়।। পাশাপাশি তিনি বর্তমান রাজ্যে বড়তমানে একাধিক খুন, ও ধর্ষনের ঘটনা প্রসঙ্গ টেনে বলেন যে রাজ্যে ধর্ষকের বিচার হয়না, খুনিদের শাস্তি হয়না, পুলিশ খুনিদের খুজে পায় না, চার্জসিট দিতে পারে না, এটা দূর্ভাগ্যের পশ্চিম বঙ্গের মানুষের আর আমাদের খারাপ লাগে আমরা পশ্চিম বঙ্গ থেকে সাংসদ হয়েছি। আমার বিরুদ্ধে কোন প্রমান নেই যে আমি নিয়ম ভেঙেছি, কিন্তু আমাকে আইনকে সন্মান জানিয়ে মানুষের কাজ ফেলে আদালতে আসতে হচ্ছে।
Gopal Biswas, Nadia: The police administration took legal action against the Ranaghat Lok Sabha MP Jagannath Sarkar for violating the Corona rules during the Corona period. About which there is a case in Navadwip court. MP Jagannath Sarkar came to Nabadwip court in connection with that case on Tuesday. And on this day, MP Jagannath Sarkar faced the media after completing the court work, and then the mayor of Nabadwip municipality named Biman Krishna Sahar and said that I had followed the corona rules for people but the then police administration heard about Biman Sahar and went to my house at 3 am. Besides, he referred to the incidents of rape and murder in the current state and said that rapists are not tried in the state, murderers are not punished, police cannot find the murderers, cannot give chargesheets, it is unfortunate for the people of West Bengal and we feel bad. We have become MPs from West Bengal. . There is no evidence against me that I have broken the rules, but I have to respect the law and do the work of the people and come to court.