দেশের রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য নিয়ে কুশপুতুল দাহ করে বিক্ষোভসভা বিজেপির


নদিয়া, শান্তিপুরঃ কুশপুতুল দাহ করে বিক্ষোভসভা বিজেপির, তৃণমূল বিধায়ক অখিল গিরির কুশপুতুল নিজের হাতেই দাহ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উল্লেখ্য দিন কয়েক আগে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী অখিলগিরি। আর তারপর থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড়, সারা রাজ্যজুড়ে বিভিন্নভাবে প্রতিবাদ করতে থাকে বিজেপি সমর্থকরা। একইভাবে তৃণমূল বিধায়ক অখিল গিরিকে তৃণমূল দল থেকে বহিষ্কার করার দাবিতে রবিবার সন্ধ্যায় শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ড এলাকায় এক বিক্ষোভ সাভার আয়োজন করে বিজেপি। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এই বিক্ষোভ সভাত মধ্যে দিয়ে তৃণমূল বিধায়ক অখিল গিরির কুশপুতুল দাহ করে সাংসদ নিজের হাতেই। এই কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপি সাংসদ জানিয়েছেন, তৃণমূলের মন্ত্রিসভার একজন মন্ত্রী দেশের রাষ্ট্রপতিকে যে ভাষায় মন্তব্য করেছেন তার তীব্র ধিক্কার জানাই আমরা। অবিলম্বে অখিল গিরিকে মন্ত্রিসভা এবং দল থেকে বহিষ্কার করতে হবে। না হলে আগামী দিনে সারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ভারতীয় জনতা পার্টি।
Nadia, Santipur: BJP MP Jagannath Sarkar burnt the effigy of Trinamool Congress MLA Akhil Giri in his own hand. A few days ago, Tmc MLA and minister Akhilgiri had made derogatory remarks about President Draupadi Murmu. Since then, bjp supporters have been protesting in various ways across the state. Similarly, the BJP organised a protest at shantipur post office bus stand area on Sunday evening demanding the expulsion of TMC MLA Akhil Giri from the party. Bjp MP from Ranaghat Lok Sabha constituency Jagannath Sarkar was also present. During the protest meeting, the MP burnt the effigy of Trinamool MLA Akhil Giri in his own hand. “We strongly condemn the language in which a minister in the TMC cabinet made a comment to the President of the country. Akhil Giri should be expelled from the cabinet and the party immediately. Otherwise, in the coming days, the Bharatiya Janata Party will go on the path of a larger movement across the state.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights