মালদা: মালদার ইংলিশ বাজার ব্লকের অন্তর্গত কাজিগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী মিছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। শুক্রবার কাজী গ্রাম অঞ্চলের বাগবাড়ি ৫২ বিঘা, গোপালনগর সহ একাধিক এলাকায় এই নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। নির্বাচনী মিছিলে অংশ নেন মালদা জেলা পরিষদের ৩২ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষ, ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির ২১ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শম্পা সেন সরকার এবং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীরা। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা এদিন পায়ে হেঁটে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে মা মাটি মানুষের সরকারের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়নের কথা তুলে ধরে ভোট প্রচার চালান। প্রচারে ব্যাপক সাড়া মিলে।
Malda: Election procession of Trinamool Congress candidates on foot in different areas of Kazi gram area under Malda’s English Bazar block. This election rally was held in several areas including Barbari 52 Bigha, Gopal Nagar in the Kazi village area on Friday. Lipika Barman Ghosh, Trinamool Congress candidate for seat number 32 of Malda Zilla Parishad, Shampa Sen Sarkar, Trinamool Congress candidate for seat number 21 of English Bazar Panchayat Samiti and Trinamool candidates of Gram Panchayat participated in the election rally. On this day, Trinamool Congress nominated candidates reached every house on foot and campaigned for votes highlighting various projects and developments of the government of Mathe Mati people. The campaign received a huge response.