মালদা: মালদার ইংলিশ বাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চল জুড়ে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য এবং সুবিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হল । বুধবার বিকেলে বাগবাড়ি থেকে এই মিছিল শুরু হয়ে বাগবাড়ি ৫২ বিঘা,দামোদর পুর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বাদ্যযন্ত্র সহকারে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা এই বিজয় মিছিলে অংশ নেন। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির ২১ নম্বর আসনে জয়ী প্রার্থী শম্পা সেন সরকার সহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিন এই বিজয় মিছিলে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিভিন্ন এলাকায় ফুলের মালা এবং পুষ্প বৃষ্টি করে স্বাগত জানানো হয়।
Malda: A colorful and massive victory march was held across the Kazigram area of the English Bazar block of Malda with the winning Trinamool Congress candidates of gram panchayats and panchayat samiti. The procession started from Bagbari on Wednesday afternoon and covered Bagbari 52 bighas, Damodar pur, and other areas. More than 100 Trinamool Congress workers took part in the victory march with musical instruments. Trinamool Congress candidates from gram panchayats, including Shampa Sen Sarkar, who won seat number 21 of English Bazar Panchayat Samiti, were present at the victory march. The winning Trinamool Congress candidates were welcomed with garlands of flowers and floral showers in different areas.