মালদা: ট্রেনে এবং বাসে করে প্রায় দশ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা ১৮ মাইল এলাকায় এসে জমায়েত হচ্ছে এরপর সেখান থেকে তারা রওনা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। জানা যায় বুধবার সকাল থেকেই বাসে করে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন একুশে জুলাই এর সমাবেশে সামিল হতে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাসে করে এসে উপস্থিত হন কালিয়াচক তিন নম্বর ব্লকের ১৮ মাইল এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এরপর সেখান থেকে একাধিক বাসে করে তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, মালদা থেকে ট্রেনে এবং বাসে করে প্রাঢ় দশ হাজার দলীয় কর্মী কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছে। গত বছরের তুলনায় এবছর ব্যাপক উৎসাহ রয়েছে কর্মীদের মধ্যে।
Malda: About ten thousand Trinamool Congress workers are going to Dharmatala by train and bus. Party workers from different parts of the district gather in the 18 mile area and from there they leave for Kolkata. Trinamool Congress district president Abdur Rahim Bakshi said. It is known that from Wednesday morning, party workers and supporters from different parts of Malda district left for Kolkata’s Dharmatala by bus to participate in the 1st July rally. Trinamool Congress workers from different parts of the district came by bus to the 18 mile area of Kaliachak block number three. District Trinamool Congress President Abdur Rahim Bakshi along with District Trinamool Congress leadership were present there. After that, Trinamool Congress workers left for Kolkata’s Dharmatala by several buses. In this regard, District Trinamool Congress President Abdur Rahim Bakshi said that ten thousand party workers are leaving for Dharmatala in Kolkata by train and bus from Malda. Compared to last year, there is great enthusiasm among the workers this year.