মালদা: ট্রেনে এবং বাসে করে বুধবার এবং বৃহস্পতিবার দুই দিন মিলিয়ে মালদা থেকে প্রায় কুড়ি হাজার তৃণমূল কংগ্রেস কর্মী ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা মালদা রেল স্টেশনে এসে জমায়েত হচ্ছেন এরপর সেখান থেকে তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনে করে রওনা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। ঝলঝলিয়া এলাকায় বৃহস্পতিবার জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি বাবলা সরকার। জানা যায় বুধবার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির নেতৃত্বে একাধিক বাসে করে তৃণমূল কংগ্রেস কর্মীরা রওনা হন কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে। আজ বৃহস্পতিবার মালদা থেকে আরো তৃণমূল কংগ্রেস কর্মীরা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এই মর্মে বৃহস্পতিবার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল করে দলীয় কর্মীরা এসে জমায়েত হয় মালদা টাউন স্টেশনে। এরপর সেখান থেকে তারা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন ট্রেনে করে। জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার জানান, জেলায় পঞ্চায়েতের ফলাফল ভালো হয়েছে। তাই এবছর মালদা থেকে রেকর্ড পরিমানে দলীয় কর্মীরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন। মালদা থেকে কাল এবং আজ দুই দিন মিলিয়ে প্রায় কুড়ি হাজার দলীয় কর্মী সমর্থক কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে।
Malda: About twenty thousand Trinamool Congress workers are going to Dharmatala from Malda by train and bus on Wednesday and Thursday. Workers from different parts of the district are gathering at Malda railway station and from there they are leaving for Kolkata by various trains including Kanchenjunga Express. Trinamool Congress district vice president Babla Sarkar said on Thursday in Jhaljhlia area. It is known that on Wednesday, Trinamool Congress workers headed by district Trinamool Congress President Abdur Rahim Bakshi left for Dharmatala in Kolkata in multiple buses. On Thursday, more Trinamool Congress workers left for Kolkata by train from Malda. In this regard, a procession was held in the Jhaljhlia area of Malda city on Thursday. Party workers marched and gathered at Malda Town Station. Then from there, they left for Kolkata Dharmatala by train. District Trinamool Congress vice-president Babla Sarkar said that the panchayat results in the district have been good. So this year a record number of party workers are going to Dharmatala in Kolkata from Malda. About twenty thousand party workers and supporters are going to Kolkata Dharmatala from Malda tomorrow and today.