পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান


নিজস্ব প্রতিবেদক: করণদিঘী পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান।  পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, কিন্তু প্রায় প্রত্যেক রাজনৈতিক দলই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা (North Dinajpur district) করণদিঘী বিধানসভার (Karandighi) ভারতীয় জনতা পার্টির  (BJP) ১৯ নং মন্ডলের করণদিঘী ২নং অঞ্চলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় টুনিভিটাতে। সম্মেলনে তৃণমূলের লাগাছাড়া দুর্নীতি ও প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিশেষ বক্তব্য রাখেন জেলা মাইনোরোটি সাধারণ সম্পাদক আব্দুল খলিল। এই অঞ্চল সম্মেলনে স্থানীয় মেম্বার সঞ্জিত সিনহা ও বুথ সভাপতি তরুন সিনহার নেতৃত্বে ৮৪ জন (মাইনোরোটি) তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টি জয়েন করেন বলে জানা যায়। অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন – ১৯ নং মন্ডল সভাপতি অজয় সিনহা, জেলা সহ-সভাপতি সত্যনারায়ণ সিনহা, রাজ্য মহিলা মোর্চার সদস্য শম্পা সরকার, জেলা স্যোসাল মিডিয়া কো-ইঞ্চার্জ দীপঙ্কর দাস, জেলা মৎস সেল কনভেনর তপন সিনহা, জেলা তপশিলী মোর্চার সাধার সম্পাদক মুনিবলাল সিনহা, করণদিঘী পঞ্চায়েত সমিতির বিরোধি দলনেতা সুভাষ সিনহা সহ অন্যান্য কার্যকর্তারা।
Ahead of the Karandighi panchayat elections, he quit the Trinamool Congress and joined the BJP.  The date of the panchayat elections is yet to be decided, but almost every political party has started preparing for the elections. On Thursday, the Karandighi Legislative Assembly (Karandighi) of North Dinajpur district was held at Tunivita of Karandighi Zone 2 of Karandighi Mandal No. 19 of Bharatiya Janata Party (BJP). Abdul Khalil, general secretary of The District Minority, gave a special speech on the corruption of the Trinamool congress and the corruption of the Prime Minister’s Housing Scheme. In this area conference, 84 people (minoroti) led by local member Sanjit Sinha and booth president Tarun Sinha left the Trinamool and joined the Bharatiya Janata Party. Among those present at the area conference were No. 19 Mandal President Ajay Sinha, District Vice-President Satyanarayan Sinha, State Mahila Morcha member Shampa Sarkar, District Social Media Co-Incharge Dipankar Das, District Fisheries Cell Convener Tapan Sinha, General Secretary of District Tapashili Morcha Munibalal Sinha, Opposition Leader of Karandighi Panchayat Samiti Subhash Sinha and other functionaries.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights