উত্তরবঙ্গ আলদা রাজ্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই


মালদা- রাজ্যপাল আনন্দ বোস খুব ভালো মানুষ। তাঁকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। গত কালকে করা মন্তব্য থেকে অনেকটাই সরে গিয়ে আজ বললেন দিলীপ ঘোষ। একইসাথে রাজ্যপালকে ঘিরে নিজের দলেই যে দুটি ভিন্নমত তৈরি হচ্ছে তা নিয়েও মুখ খোলেন তিনি। পাশাপাশি আজ মালদায় এসে তিনি বলেন উত্তরবঙ্গ আলদা রাজ্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বাংলা কোনমতেই ভাগ হবে না। যেমন আছে তেমনই থাকবে। আজ গৌড় এক্সপ্রেসে মালদায় নামেন দিলীপ ঘোষ। মালদার গৌড় ভবনে বিশ্রাম নিয়ে যাবেন রায়গঞ্জ। সেখানে দলীয় কর্মসূচি সেরে আবার ফিরবেন মালদায়।

Malda- Governor Anand Bose is a very good man. The opposition is doing politics with him. Dilip Ghosh has said today that he has moved away from the comments made yesterday. At the same time, he also opened up about the two differences of opinion that are being created in his own party around the Governor. He also came to Malda today and said that there is no possibility of North Bengal becoming an Alda state. Bengal will not be divided in any way. It will remain as it is. Today, Dilip Ghosh landed in Malda on the Gaur Express. Raiganj will take rest in The Gaur Bhawan in Malda. He will return to Malda after completing the party program there.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights