করণদিঘীঃ মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয় করণদিঘীর তিত্ পুকুর হাই স্কুলে। ব্লক সম্মেলনে করণদিঘির প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল কমিটির নাম ঘোষণা করা হয়। অঞ্চল সভাপতি ও যুব অঞ্চল সভাপতি নামও ঘোষণা করা হয়। এদিন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লাল আগারওয়াল। করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল। জেলা যুব সভাপতি মোশাররফ হোসেন, INTTUC-র জেলা সভাপতি শেখর দাস, ছাত্র সভাপতি অনুপ কর সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, করণদিঘী বিধানসভার ২৫৩ টি বুথের সমস্ত বুথে বুথ কমিটি ও বুথ সভাপতি রয়েছে, অন্য কোন বিরোধী দলের বুথে বুথে কমিটি নেই, ফলে প্রতিটি বুথে, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী জয় লাভ করবে।
Karandighi: Mohammad Jakaria: Karandighi Block Trinamool Congress political conference was held at Tit Pukur High School, Karandighi. The block conference announced the names of the regional committees of each region of Karandighi. The names of Region President and Youth Region President were also announced. On this day North Dinajpur district Trinamool Congress president Kanaya Lal Agarwal. Karandighi Assembly MLA Gautam Pal. District youth president Mosharraf Hossain, district president of INTTUC Shekhar Das, student president Anup Kar along with district and block leadership of various branches of Trinamool Congress were present. Block Trinamool leadership claims that all booths of 253 booths of Karanadighi Assembly have booth committees and booth presidents, no other opposition party booths have booth committees, as a result Trinamool candidates will win in each booth, Panchayat Samiti and Zilla Parishad.