মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ উওর দিনাজপুর জেলার করনদিঘি বিধানসভা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে দোমোনায় যুব কংগ্রেসের Youth Jodo Booth Jodo কর্মসূচি নেওয়া হয়। এই সভা থেকে কড়া বার্তা দেন রাজ্য যুব কংগ্রেসের লড়াকু নেতা তথা সভাপতি শ্রী আজাহার মল্লিক তিনি জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্র হত্যাকারী তৃণমূলকে এবার আমরা আর ভোট লুঠ করতে দিবো না। প্রত্তেক বুথে বুথে যুব কংগ্রেসের সৈনিকরা হাতে ঝান্ডর সঙ্গে ডান্ডা নিয়ে থাকবে মানুষের গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য। উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় যুব কংগ্রেস কমিটির সম্পাদক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির পর্যবেক্ষক শ্রী কুমার রোহিত, রাজ্য যুব কংগ্রেস কমিটির সভাপতি আজাহার মল্লিক,সহ সভাপতি বাবুল সেখ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ (ভিক্টর) করনদিঘি ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম,চিকুলিয়া ব্লক কংগ্রেস সভাপতি মাষ্টার মোস্তফা, রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক সাহিল নাওয়াজ জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি শামসাদ আলম,করন যুব কংগ্রেস নেতা মামুন রেজা করনদিঘি বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি শারোয়ার আলম সহ অন্যান্যরা।
Mohammad Zakaria: Uttar Dinajpur: The Youth Jodo Booth Jodo program of the Youth Congress was organized in Domona at the initiative of The Karandighi Assembly Youth Congress Committee of Uor Dinajpur district. State Youth Congress leader and president Azhar Mallik, who gave a strong message from the meeting, said that we will not allow the Trinamool, which has killed democracy in the upcoming panchayat elections, to loot votes this time. In every booth, the soldiers of the Youth Congress will carry dandas with flags in their hands to give democratic rights to the people. All India Youth Congress Committee Secretary and Observer of West Bengal Pradesh Youth Congress Committee Shri Kumar Rohit, State Youth Congress Committee President Azhar Mallik, Vice President Babul Sheikh, General Secretary Ziaur Rahman Congress leader and former MLA Ali Imran Ramj (Victor) Karandighi Block Congress President Abul Kashem, Chikulia Block Congress President Master Mostafa, State Youth Congress Secretary Sahil Nawaz district Youth Congress Committee President Shamshad Alam were present. Karan Youth Congress leader Mamun Reza Karandighi Assembly Youth Congress Committee President Sharwar Alam and others were present.