মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর দিনাজপুর জেলায় মাঠে ময়দানে নেমে পড়েছে জাতীয় কংগ্রেস। শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার অন্তর্গত দোমোহনা পঞ্চায়েতের মাগনাভিটা এলাকায়, কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে মাঠে ময়দানে, কোমর বেঁধে নেমে পড়েছে জাতীয় কংগ্রেস। পঞ্চায়েতে ভোটের আগে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথে গিয়ে সংগঠনকে মজবুত করা হবে। প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আবু বাক্কার বলেনঃ মানুষ সাড়া দিচ্ছে, যারা এদিক-ওদিকে ছিলেন, তারা আবার ফিরে আসছেন। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের মাটি, ঘাঁটি। আগামীতে আমরা পঞ্চায়েত লড়বো এবং জিতবো। কংগ্রেস নেতা লাল মহম্মদ বলেনঃ দুর্নীতিগ্রস্ত কেন্দ্র সরকার ও রাজ্য সরকার। আগামী দিনে আমরা লড়াই করব, এবং জিতবো। এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আবুল কাশেম, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আবু বাক্কার, করণদিঘী ব্লক যুব কংগ্রেসের সভাপতি সারওয়ার আলাম, প্রাক্তন ব্লক সভাপতি লাল মহম্মদ। করণদিঘী ব্লক কমিটির সদস্য আবদুল সামাদ, রসাখোয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি পাবান জালি, সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Mohammad Jakaria: Uttar Dinajpur : Ahead of the panchayat elections, the National Congress has entered the field in North Dinajpur district. On Friday afternoon, in Magnavita area of Domohana Panchayat under Karanadighi Assembly of North Dinajpur district, the Congress organizational discussion meeting was held. According to sources, before the panchayat elections, the National Congress has come down in the field, with its waist tied. The organization will be strengthened by visiting every booth in every region before the panchayat polls. W/B State Pradesh Congress Committee member Abu Bakkar said: People are responding, those who were here and there are coming back again. Uttar Dinajpur District Congress soil, base. In future we will fight and win panchayats. Congress leader Lal Mohammed said : Corrupt central government and state government. In the coming days we will fight, and win. Block President Abul Kashem, State Pradesh Congress Committee Member Abu Bakkar, Karandighi Block Youth Congress President Sarwar Alam, former Block President Lal Mohammad were present on this day. Karandighi Block Committee member Abdul Samad, President of Rasakhoa No. 2 Gram Panchayat Paban Jali and other Congress leaders were present.