মতুয়াদের দেখানো পথে সব হিন্দুদের হাঁটতে হবে, তবেই মমতা ব্যানার্জিকে বিসর্জন দেওয়া যাবে নদীয়ার নবদ্বীপে এসে একথায় জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী


নদীয়া :-মতুয়াদের দেখানো পথে সব হিন্দুদের হাঁটতে হবে, তবেই মমতা ব্যানার্জিকে বিসর্জন দেওয়া যাবে। এদিন নদীয়ার নবদ্বীপের ভালুকায় মতুয়াদের একটি জনসভায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তির্যকভাবে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য কিছুদিন আগে একটি জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,খাটের উপরে টাকা, খাটের নিচে টাকা, এমনকি সিলিং ফ্যানেও টাকা! তিনি মানুষের নন রাশি রাশি টাকার দারোয়ান। কেশপুরের একটি সভা থেকে বিরোধী দলনেতা কে দারোয়ান বলে অভিভূত করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সবার ওপর তার নজর রয়েছে বলেও দাবি করেন তিনি। মূলত তার এই উক্তির প্রসঙ্গে আজ শনিবার বিকেলে অল ইন্ডিয়া মথুয়া মহা সংঘের ডাকে নদীয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা বটতলা কানাইনগর সংলগ্ন এলাকায় একটি সভায় উপস্থিত হয়ে কার্যত এই ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে তির্যক ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও পোস্টপল ভায়োলেন্সে পশ্চিমবঙ্গে সাধারন মানুষের ওপর যে অত্যাচার হয়েছে তা আফগানিস্তানের তালিবান দের ও হার মানায় বলেও এই দিন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল দলের সমালোচনায় মুখর হন তিনি। পাশাপাশি অবিলম্বে বাংলায় সি এ এ কার্যকর করার দাবি তোলেন বিরোধী দলনেতা। শুধুমাত্র একটা সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য গত ৩১শে জানুয়ারি মালদার গাজোলে মতুয়া সংঘের মহাগুরু গুরুচাঁদ ঠাকুর প্রসঙ্গে ব্যঙ্গাত্মক উক্তি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে এদিনের সভায় উপস্থিত হয়ে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সংসদ শান্তনু ঠাকুর। পাশাপাশি অল ইন্ডিয়া মথুয়া মহা সংঘের এদিনের প্রকাশ্য জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে রাজ্য থেকে উৎখাত করার দাবি তোলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও শান্তনু ঠাকুর সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব। বিরোধী দলনেতা শান্তনু ঠাকুর ছাড়াও এই দিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুটমনি অধিকারী সহ জেলা ও রাজ্য স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব কয়েক হাজার মথুয়া সম্প্রদায়ভুক্ত মানুষজন ও বিজেপি কর্মী সমর্থকেরা।
Nadia: All Hindus will have to walk on the path shown by the Matuas, only then Can Mamata Banerjee be sacrificed. Leader of The Opposition Suvendu Adhikari took a dig at the Chief Minister of The State at a public meeting of matuas at Bhaluka in Nabadwip of Nadia. It is to be noted that a few days ago, Abhishek Banerjee said from a public meeting, money on the cot, money under the cot, even money on the ceiling fan! He is not a man’s moneylender. At a rally in Keshpur, Tmc leader Abhishek Banerjee called the leader of the opposition a ‘darwan’. He also claimed that he has an eye on everyone. On Saturday afternoon, at the call of the All India Mathua Maha Sangh, the leader of the opposition in the state, Suvendu Adhikari, came to a meeting in the area adjacent to Bhaluka Battala Kanainagar in Nabadwip block of Nadia and attacked Abhishek Banerjee and the Trinamool Congress in this language. He also criticised the entire Trinamool Congress, including the state’s ruling Trinamool Congress supremo and chief minister Mamata Banerjee, for the atrocities committed on the common people in West Bengal in the postpal violence. The leader of the opposition also demanded immediate implementation of CAA in Bengal. Union minister and MP Shantanu Thakur, who was also present at the meeting, had alleged that on January 31, the chief minister had made a sarcastic remark against Guruchand Thakur, the mahaguru of the Matua Sangha, in Gajole, Malda, only to please the people of one community. At the same time, other leaders of the Bharatiya Janata Party, including opposition leaders Suvendu Adhikari and Shantanu Thakur, demanded the removal of Mamata Banerjee’s Trinamool government from the state from the public meeting of the All India Mathua Maha Sangh.  Apart from Leader of Opposition Shantanu Thakur, bjp leader Mukutmani Adhikari, several bjp leaders at the district and state level, thousands of People belonging to the Mathua community and supporters of BJP workers were present in the day’s meeting.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights