মালদাঃ বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীরা। প্রতিবাদ জানিয়ে মালদা শহর জুড়ে বিক্ষোভ মিছিল তৃণমূলের। গত ১৪ মার্চ মালদা ডিআরএম বিল্ডিং এ সংঘর্ষ হয় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়। বহিরাগত বিজেপি কর্মীদের নিয়ে আসার অভিযোগ উঠে 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। ঠিকাদারী সংস্থায় কাজ করাকে কেন্দ্র করে হয় সংঘর্ষ। বহিরাগত বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ উঠেছিল এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে মালদা শহরের কানির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল সরকার, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সহ অন্যান্য। সংঘর্ষের ঘটনায় তৃণমূল কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে। আগামীতে এই নিয়ে বড়সড় আন্দোলনে নামার হুমকিও দেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব।
Malda: Trinamool workers attacked by BJP workers. Tmc took out protest marches across Malda town in protest. On March 14, clashes broke out between BJP and TMC workers at the Malda DRM building. Several Trinamool Congress workers were injured in the incident. The BJP councillor of ward number 21 was accused of bringing in external BJP workers. The clash took place over working in a contractor company. A protest march was launched from Kanir intersection in Malda town on Thursday afternoon to protest against the alleged attack by TMC workers at the hands of external BJP workers. Ward Councilor Dulal Sarker, Ward No. 26 Councilor Goutam Das, District President of Trinamool Sramik Sangstha and others took part in the procession. The protest march was held to protest against the attack on trinamool workers in connection with the clash. The tmc leadership also threatened to launch a major agitation in the future.