করণদীঘিঃ দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ দলীয় কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার রসাখোয়া মাঠে। রবিবার এই জায়গায় আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এখান থেকে দিলীপ ঘোষ পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে দলের নেতাকর্মীদের বার্তা দেন। এই মুহূর্তে উত্তর দিনাজপুরের রাজনৈতিক জমি দখলের লড়াইয়ে টক্কর চলছে সময় না সমানে।গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে রয়েছে শাসক দল। কংগ্রেস চাইছে তাদের হারানো জমি ফিরে পেতে। বিজেপিও চাইছে তাদের জমি শক্ত করতে। এদিন এই হাটসভা থেকে দিলীপ ঘোষ একের পর এক তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেন। আপনি পার্থ এবং অনুব্রত মণ্ডল সম্পর্কেও বক্তব্য রাখেন।
Karandighi: Panchayat polls are knocking at the door. Even though the polling date has not been announced yet, every political party has started their preparations. Ahead of the panchayat elections, the party program today at Rasakhoa ground of Karandighi Assembly in Uttar Dinajpur district. BJP All India Vice President Dilip Ghosh came to this place on Sunday. From here, Dilip Ghosh gave a message to the party leaders and workers about the panchayat elections. At the moment, the fight for the possession of political land in North Dinajpur is going on for a long time. The ruling party is uncomfortable with the clan conflict. Congress wants to get back their lost land. BJP also wants to consolidate their land. On this day, Dilip Ghosh raised questions about the corruption of the Trinamool government from this rally. You also spoke about Partha and Anuvrata Mandal.