মালদা: পুরাতন মালদা ব্লকের অন্তর্গত মঙ্গলবাড়ি অঞ্চলে অনুষ্ঠিত হল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। শুক্রবার সকালে এই বিশেষ কর্মসূচির সূচনা করেন ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মাইতি, ব্লক সভাপতি নবেন্দু সেন, মঙ্গলবাড়ী অঞ্চলের প্রধান রূলেকা বিবি সহ অন্যান্য জন প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবীনতম সংযোজন হলো ‘দিদির দূত’ প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা কর্মী মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনছে। যদি কেউ পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প থেকে বঞ্চিত হয়ে থাকে তার সুরাহা মিলছে দিদির দূতেদের হাত ধরে। সেই মত এদিন দিদির দূতরা মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি, জলঙ্গা সহ বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পকে সামনে রেখে তার সুযোগ সুবিধা তুলে ধরেন। তার পাশাপাশি এলাকার সমস্যার কথাও শুনেন দিদির দূতরা। এই কর্মসূচির শুরুতেই প্রথমে নলডুবি রাধা গোবিন্দ মন্দিরে পুজো এবং মাজারে চাদর চড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সংশ্লিষ্ট অঞ্চলের একাধিক বিদ্যালয় পরিদর্শন, কর্মীদের সাথে আলোচনা, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কথাবার্তা বলা সহ দিনভর একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Malda: Didi’s Suraksha Kabach program was held in Mangalbari area under old Malda block. English Bazar Panchayat Samiti President Lipika Barman Ghosh inaugurated this special program on Friday morning. Also present in this special program were President of Old Malda Panchayat Samiti Mrinalini Maiti, Block President Nabendu Sen, Mangalbari Region Chief Ruleka Bibi and other representatives and Trinamool Congress workers. West Bengal Chief Minister Mamata Banerjee’s latest addition is the ‘Didir Doot’ scheme. According to this scheme, every leader and worker of Trinamool Congress is going door to door to listen to the grievances of people. If someone is deprived of any project of the West Bengal government, the solution is found by the hands of Didi’s ambassadors. Similarly, on this day Didi’s envoys reached various areas of Mangalbari region including Naldubhi, Jalanga and highlighted the opportunities and facilities of the Chief Minister in front of several projects. Besides that, Didi’s envoys also heard about the problems in the area. At the beginning of this program, the program was first started with puja at Naldubi Radha Govinda temple and chadar at the shrine. After that, several programs were held throughout the day, including visiting several schools in the respective areas, discussing with the workers, and talking to the common people from house to house.