কংগ্রেস কমিটির আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায়


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুর: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার রুদেলে করণদিঘী ব্লক কংগ্রেস কমিটির আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায়। ব্লক কংগ্রেস সভাপতির দাবি: তৃণমূলের দুর্নীতির জন্য এবং অসম্মান ব্যবহারের জন্য অনেকেই কংগ্রেসে আসছেন। জনগণের উদ্যোগ দেখা যাচ্ছে মানুষ তৃণমূল বিমুখ হয়ে গেছে। কংগ্রেস সূত্রে খবর তৃণমূল এবং বিজেপি থেকে অনেক জন কংগ্রেসের যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। যোগদানের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয় এদিন। এদিন উপস্থিত ছিলেন করণদিঘীর বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি হাজি শাহাবুদ্দিন। করণদিঘী ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম। ব্লক সহ-সভাপতি সঞ্জীব কর্মকার। করণদিঘী ব্লক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আবদুল ওয়াহাব। রাজ্যে কংগ্রেসের সদস্য আবু বাক্কার। কংগ্রেস নেতা আলাউদ্দিন। করণদিঘী ব্লক কংগ্রেসের সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ। কনভেনার লিয়াকত আলি বাবলু। যুব সভাপতি শারওয়ার আলাম। বাজারগাঁও ২ নম্বর পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত সিংহ। সহ আরো অনেকেই।

Mohammad Zakaria: North Dinajpur: A discussion meeting and Iftar function of the Karandighi Block Congress Committee was held in Rudel of Karandighi Assembly of North Dinajpur district on Tuesday evening ahead of the panchayat elections. Bloc Congress president claims: Many are coming to Congress for Trinamool’s corruption and use of disrespect. People’s initiative is seen that people have turned away from the grass roots. According to Congress sources, many people from the Trinamool and BJP have expressed their desire to join the Congress. The preparation for joining was discussed on this day. Karandighi’s prominent philanthropist and industrialist Haji Shahabuddin was present on this day. Karandighi Block Congress President Abul Kashem. Block Vice President Sanjeev Karmakar. Abdul Wahab is the former block president of Karandighi Block Trinamool. Congress member Abu Bakkar in the state. Congress leader Alauddin. Muhammad Ali Jinnah is a member of Karandighi Block Congress. Convener Liaquat Ali Bablu. Youth President Sharwar Alam. Hemant Singh is a member of the BJP panchayat samiti of Bazargaon number 2 panchayat. Including many more.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights