মালদা,৪ জুন : সাংবাদিক বৈঠকে বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের একাধিক বিষয় নিয়ে করা মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে একটি মহামিছিলের আয়োজন করা হয় জেলা বিজেপির উদ্যোগে। সেই মহা মিছিলে যোগদান দিতে তিনি মালদায় পৌঁছান। পুরাতন মালদার গৌড় ভবনে সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ইডি যাদের খুঁজছে তারা দুবাইয়ে চিকিৎসা করাতে যাচ্ছেন। ভারতবর্ষে অনেক জায়গা রয়েছে যেখানে উন্নত চিকিৎসা হয় চোখের। দুবাই থেকে ভারতে সোনা পাচার হয়। তিনি বলেন এ রাজ্যে কেকের মতো গায়কের মৃত্যু হচ্ছে যা কখনই মেনে নেওয়া যায় না। কাশ্মীরে ৩৭০ ধারা চালু হওয়ার পর পাকিস্তান সমর্থিত একটা শক্তি সেখানে অশান্তি লাগাচ্ছে। লড়াই চলবে একসময় কাশ্মীরের পণ্ডিতরা তাদের নিজেদের ঘরে থাকতে পারবেন। তিনি বলেন বিজেপিতে যারা রয়েছে তারা সুশৃংখলভাবে দল করছেন। যদি কোন অভিযোগ আসে তাহলে দল খতিয়ে দেখবে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেন সুকান্ত বাবু।