শুভ ঘোষের রিপোর্টঃ ২৮ শে অক্টোবর উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়ার নিমতা তৃণমূল কংগ্রেসের (হিন্দি প্রকোষ্ঠ)পার্টি অফিস শুভ সূচনা উত্তর ২৪পরগনা জেলার হিন্দু প্রকোষ্ঠ সাধারণ সম্পাদক অশোক শর্মা নেতৃত্বে। এই হিন্দু প্রকোষ্ঠ তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে শুধু রাজনৈতিক কাজকর্ম হবে না তার সঙ্গে সাধারণ মানুষের সমাজ সেবামূলক কাজকর্ম হবে। আজকের এই (হিন্দি প্রকোষ্ট) পার্টি অফিসের শুভ উদ্বোধনে অনুষ্ঠানে শিশুদের সংগীতের ব্যবস্থা, নিত্য,আবৃত্তি দিয়ে শুভ সূচনা হয়। পশ্চিমবাংলায় যে হারে হিন্দিভাষী মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় তাই তৃণমূল পার্টির তরফ থেকে জেলায় জেলায় এরকম ধরনের (হিন্দু প্রকোষ্ঠ)পার্টি অফিস খোলা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয় তৃণমূল স্তরের নেতৃত্বাধীন.। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা কামারহাটি বিধায়ক মদন মিত্র মহাশয়, সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান, উত্তর কলকাতার জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা, উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল (হিন্দি প্রকোস্ট) প্রেসিডেন্ট অমিত গুপ্ত এবং সহ-সভাপতি তাপস বসাক এবং জেনারেল সেক্রেটারি অশোক শর্মা আরো অনেক নিষ্ঠুর দ্বিতীয় বর্গ উপস্থিত ছিলে।
Shubo Ghosh Report: Nimta Trinamool Congress (Hindi Cell) party office at Belgharia, North 24 Parganas district on 28 October led by Ashok Sharma, General Secretary of North 24 Parganas District Hindu Cell. This Hindu cell Trinamool Congress party office will not only do political work but also social service work of common people. Today’s auspicious opening of this (Hindi Prakoshta) party office started auspiciously with children’s musical arrangements, routines and recitals. As the number of Hindi speaking people is increasing in West Bengal, such (Hindu Cell) party offices will be opened by the Trinamool Party in each district. This decision was taken at the grass root level. North 24 Parganas Kamarhati MLA Madan Mitra Mahashay, MP and actress Nusrat Jahan, Jorasanko North Kolkata MLA Vivek Gupta, North 24 Parganas District Trinamool (Hindi Provost) President Amit Gupta and Vice President Tapas Basak and General Secretary Ashok were present in this function today. SharmaA more brutal second class was present.