পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন


মালদা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। রবিবার রাত প্রায় এগারোটা নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুর এলাকায় এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ, বাপি ঘোষ, মারুফ শেখ সহ মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Malda: The Trinamool Congress leadership of The Mahadipur region has started preparations ahead of the upcoming panchayat elections. The trinamool office was formally inaugurated with a bird’s eye view of the panchayat elections. The office was formally inaugurated at around 11:00 pm on Sunday at Mahdipur area on the Indo-Bangladesh border. District Trinamool Congress president Abdur Rahim Bakshi inaugurated it. Tmc leaders Prasenjit Ghosh, Bapi Ghosh, Maruf Sheikh and other leaders of the Trinamool Congress from Mohadipur area were also present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights