চোর তারাও, গ্রাম বাঁচাও, বাংলা বাঁচাও স্লোগানকে সামনে রেখে সিপিএমের পদযাত্রা


করণদিঘী: মোহাম্মদ জাকারিয়াঃ চোর তারাও, গ্রাম বাঁচাও, বাংলা বাঁচাও স্লোগানকে সামনে রেখে বুধবার উত্তর দিনাজপুর (Uttar dinajpur district) জেলার করণদিঘী ব্লকের (Karandighi) দোমোহনা গ্রাম পঞ্চায়েতের মাগনাভিটা শাখার বিভিন্ন  গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জনগণের পঞ্চায়েত গড়তে সিপিএমের পদযাত্রা। সিপিএম (CPIM) সূত্রে জানা যায় কেন্দ্র ও রাজ্য সরকারের আমলে গ্রাম বাংলার মানুষের আয় কমছে, বেকারত্ব বাড়ছে এবং জিনিসপত্রের হু হু করে দাম বাড়ছে। পাশাপাশি হাতে গোনা বেশ কয়েকজনের সম্পত্তির বৃদ্ধি হচ্ছে। সিপিএম নেতৃত্বের দাবি, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অপরদিকে সারের কালোবাজারি চলছে। বেকারত্ব বাড়ছে, পড়াশোনা করে ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না। ন্যায্য চাকরিপ্রার্থীরা কলকাতার পথে তাদের ন্যায্য চাকরির জন্য আন্দোলন করছে।  পঞ্চায়েতে পুকুর খননের নামে টাকা লুট হয়েছে, আবাস যোজনার ঘরের তালিকায় গরিব মানুষের নাম নেই, শুধু তৃণমূলের নেতা মন্ত্রী, ভাস্তা ভাস্তিদের নামে  আবাসের তালিকা রয়েছে। যারা ঘর পাওয়ার যোগ্য নয়  তাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। এসবের বিরুদ্ধে  ও মানুষের অধিকার রক্ষার জন্য গ্রামে গ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে গ্রাম জাগানো কর্মসূচি লাল ঝান্ডার নেতৃত্বে, শ্রমিক কৃষক খেতমজুর নেতৃত্বে সিপিএমের পদযাত্রা।

 

Karandighi: With the slogan ‘Chor Tarao, Save The Village, Save Bengal’, the CPI(M) on Wednesday took out a march to build a people’s panchayat in different villages of Magnavita branch of Domohana gram panchayat in Karandighi block (Karandighi) of Uttar Dinajpur district district. CpiM sources said that during the tenure of the central and state governments, the income of the people of rural Bengal is decreasing, unemployment is increasing and the prices of goods are increasing. Besides, the property of a number of people is increasing. The CPI(M) leadership claims that farmers are not getting a fair price for their crops, while black marketing of fertilisers is going on. Unemployment is increasing, boys and girls are not getting jobs after studying. Fair job seekers are agitating for their fair jobs on the way to Kolkata.  Money has been looted in the name of digging ponds in the panchayat, the names of poor people are not in the list of houses under the housing scheme, only the names of tmc leaders, ministers, vasta bhastis have a list of houses. The names of those who are not eligible to get a house are in the list of housing schemes. In order to protest against this and to protect the rights of the people, the CPI(M)’s march led by Lal Jhanda, a labourer farmer and farm labourer, is a village-to-village awakening programme across the state of West Bengal.
সিপিএমের কৃষক সভার জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার জানান: চোর তারাও গ্রাম বাঁচাও, বাংলা বাঁচাও স্লোগানকে সামনে রেখে পুরো পশ্চিমবঙ্গে পদযাত্রা সংগঠিত করছি, তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ অর্থাৎ বুধবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা অঞ্চলের মাগনাভিটার বিভিন্ন গ্রামে পদযাত্রা হয়েছে।” করণদিঘীর সিপিএম নেতা মোহাম্মদ ইলিয়াস জানানঃ বর্তমানে তৃণমূল নামের যে চোর সরকার ক্ষমতায় রয়েছে যার ফলে বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার সহ  চাকরির নামে যে কোটি কোটি টাকা প্রতারণা, প্রতারণার দায়ে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুরজিৎ কর্মকার, মোঃ ইলিয়াস, সানাউল হক, রাফিকুল ইসলাম, সাফিকুল ইসলাম, ছাত্রনেতা নুর সহ বিভিন্ন সিপিএমের নেতা কর্মীরা।
Surjit Karmakar, district secretary of the CPI(M)’s Krishak Sabha, said: “We are organising a march across West Bengal with the slogan ‘Chor Tarao Gram Bachao, Save Bangla’, as part of its programme, today i.e. on Wednesday, in different villages of Magnavita in Domohana area of Karandighi block of North Dinajpur district.” Cpi(M) leader from Karandighi, Mohammad Ilyas, said, “The entire education system has been destroyed due to the theft of crores of rupees in the name of jobs, including sand smuggling, coal smuggling, cow smuggling, etc. CPI(M) leaders Surjit Karmakar, Md Ilias, Sanaul Haque, Rafiqul Islam, Safikul Islam, student leader Nur and other CPI(M) leaders and activists were present at the programme.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights