27 ও 28 মে হলদিয়াতে সভা করবে অভিষেক


অরিজিৎ মাইতির রিপোর্টঃ 27 ও 28 মে হলদিয়াতে সভা করবে অভিষেক। পূর্ব মেদিনীপুর পার্টির নেতারা 50 হাজার লোক আনবে বলে আজকের প্রস্তুতি সভায় জানায়। কিন্তু মলয় ঘটক বলে দেন এক লক্ষ লোক আনতে হবে। গোপন মিটিং-এ কোন কোন নেতা জানায় এত লোক আনতে অনেক গাড়ি অনেক টাকা দরকার। এরপর প্রকাশ‍্য সভায় কর্মীদের উদ্দেশ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জোর্তিময় কর বলেন ” লক্ষ‍ লোক আনতে হবে মানে টাকা তোলার প্রতিযোগিতা করবো তাহলে সর্বনাশ হয়ে যাবে।” মঞ্চে বসে থাকা মন্ত্রী মলয় ঘটক তাতে সায় দিয়ে বলেন, সম্মেলনে কোন চাঁদা তোলা যাবেনা। সামনে বা গোপনে কোনটাই নয়। দলীয় সূত্রে খবর অভিষেকের সভার জন‍্য বিভিন্ন শিল্প সংস্থা ও ঠিকাদারদের কাছে হলদিয়ার বেশ কিছু শ্রমিক নেতা ইতিমধ্যেই চাঁদা দেওয়ার জন‍্য চাপ দিতে শুরু করেছে বলে দলীয় নেতৃত্ব জানতে পেরেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights