বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ আজ নদীয়ার করিমপুরে পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো তৃণমূলের পথসভা। যুব তৃণমূলের পক্ষ থেকে এ সভাটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এরা আন্দোলন করে। কেন্দ্রীয় সরকার ই ডি নামিয়ে যে তল্লাশি করছেন তারই বিরোধিতা করে এই পথসভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণ বিশ্বাস, তরুণ সাহা, প্রেমানন্দ মন্ডল, সহ আরো অনেকে। পাশাপাশি আজ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকেও চোর ধরো জেলে ভরো এই বিষয় নিয়ে পথসভা অনুষ্ঠিত হলো।