বিচাৱেৱ prayer


নিজস্ব সংবাদ:  গত 7-1-24 ভবানীপুর থানায় একটি ডেপুটেশন জমা দিল ভিকি শাহুর পরিচিত পরিজন সহ দিদি ও দাদারা। একইসঙ্গে ভবানীপুর শাহু-সমাজ, নীতিসংঘ ও নবারুণ সংঘ এই ডেপুটেশন জমায় শামিল ছিল। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ভিকি শাহুকে অনেকেই জানেন একজন সমাজ-সেবীরূপে, পাশাপাশি তিনি ভবানীপুর ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল ক্রীড়া সেলের প্রেসিডেন্টও। আমাদের কাছে খবর আছে – 2024-এর বর্ষবরণের রাতে একটি হোটেলে খাবার খেতে গেলে খাবার আসতে দেরি বা বিলম্বকে কেন্দ্র করে হোটেল মালিক পক্ষের সাথে ভিকি ও তার সঙ্গী সাথীদের বচসা তৈরি হয় ও তারপর খাবার না খেয়ে তারা হোটেল থেকে বেরিয়ে আসলে হোটেলের মালিক ও তার দল ভিকি ও ভিকির সঙ্গী-সাথীদের ওপর লোহার রড ও হকির-স্টিক নিয়ে চড়াও হয়। তারপর যা ঘটলো তার জন্য আজও ভিকি হাসপাতালের বিছানায়। প্রসঙ্গত ভিকি ও তার পরিবারের তরফ থেকে ভবানীপুর থানায় লিখিতভাবে জানায় ঘটনাটি ও এফআইআর হয় কিন্তু আজ পর্যন্ত থানার তরফ থেকে কোনওরকম তৎপরতা দেখা না যাওয়ায় বা অপরাধীকে গ্রেপ্তার না করায় তারা গণডেপুটেশন জানায় ভবানীপুর থানায়। থানার বড়বাবু সর্বতোভাবে তাদের সহযোগিতা করে আসল অপরাধীকে অতি শীঘ্র গ্রেফতারের অঙ্গীকার করায় থানা চত্বর থেকে সবাই বিদায় নেয়।

Own report: Recent 7-1-24, a deputation was submitted to Bhavanipur police station by Vicky Shahu’s known family members including aunts and uncles. At the same time Bhavanipur Shahu-Samaj, Niti Sangh and Navarun Sangh were involved in this deputation gathering. Incidentally, this Vicky Shahu is known by many as a social worker, and he is also the President of Trinamool Sports Cell of Bhavanipur Ward No. 71. We have news – Vicky and her companions have a grudge with the hotel owner over late arrival of food at a hotel on New Year’s Eve 2024, and after they leave the hotel without eating, the hotel owner and his team Vicky. And Vicki’s companions and iron rodClimbed with a hockey-stick.Vicky is still in a hospital bed for what happened next. Incidentally, Vicky and her family reported the incident in writing to Bhavanipur police station and filed an FIR, but since no action was taken by the police station or the culprit was not arrested, today they reported the public deputation to Bhavanipur police station. Everyone left the police station premises as the big brother of the police station cooperated with them and promised to arrest the real criminal very soon

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights