ইন্দ্রজিৎ আইচঃ প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ যার অবদান বাংলা চলচ্চিত্র শিল্পে ভোলার নয়। তাঁকে নিয়ে সম্প্রতি
কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান।ফার্স্ট কাট প্রোডাকশনের প্রথম উদ্যোগ “ঋতুহীন নয়”।পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ফার্স্ট কাট প্রোডাকশনের সূচনা হলো। এদিন প্রকাশিত হল ঋতুপর্ণ ঘোষের বারোটি নারীচরিত্রের ছবি দেওয়া ক্যালেন্ডার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। অনিন্দিতা সরকার, আনন্দ চৌধুরী, অভিরূপ, সঞ্জীব সরকার, অভ্রজিৎ চক্রবর্তী, অনির্বাণ ঘোষ, সৌম্য, তীর্থ, নন্দিনী ভট্টাচার্য, রূপা মজুমদার, সৌভিক মিত্র, সৌমেন হালদার, রাজা রায় সহ অন্যান্যরা। প্রায় নয় বছর হতে চললো, ঋতুপর্ণ ঘোষ আমাদের মধ্যে নেই।
আজও ঋতু সকলের মনে উজ্জ্বল হয়ে রয়েছে নিজের সৃষ্টির মাধ্যমে। তাঁর জনপ্রিয়তার যে এতটুকুও ভাটা পড়েনি, তা স্পষ্ট হয়ে উঠল সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতায়।প্রয়াত ঋতুপর্ণ ঘোষের কর্ম জীবন সম্পর্কে সকলেই আলোকপাত করেন ও ফাস্ট কাট এর এই উদ্যোগ কে সকলেই সাধুবাদ জানায়।