সুকান্ত মজুমদারের সাংবাদিক সম্মেলন 2023 পঞ্চায়েত ভোট সম্পর্কে


সুমাল্য মৈত্রের রিপোর্টঃ পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গেছে। বাংলায় গ্ৰাম অঞ্চলে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের একে অপরকে টেক্কা দেওয়ার জোড় লড়াই‌। বিভিন্ন দলের প্রার্থীরা ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি ‌‌। অভাব অভিযোগের ‍হিসাবে দলের পাল্টা অভিযোগ এই নিয়েই এখন সরগরম বঙ্গ‌ পঞ্চায়েত নির্বাচন ‌। বিভিন্ন দল বিভিন্ন ভাবে ঘুঁটি সাজাচ্ছেন ‌। বিরোধীদের তীর শাসক দলের দিকে ‌আবার‌ কখনো কখনো শাসক দলের তির‌ বিরোধীদের দিকে‌। অভিযোগ পাল্টা অভিযোগে কেউই কাউকে জমি ছাড়তে নারাজ‌। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির কি ভাবনা চিন্তা, তারা কি ভাবে তাদের রণ‌ কৌশল‌ সাজাচ্ছেন; এই ব্যাপারে গত শনিবার ১লা জুলাই দুপুরে কলকাতা প্রেস ক্লাবে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিলো ‌। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ‌ রাজ্য‌ সভাপতি সুকান্ত মজুমদার ‌। তার‌ কথায় উঠে আসলো পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিনা যুদ্ধে নাহি দেবে সুচাগ্ৰ‌ মেদিনী‌। একের পর এক রণ কৌশল সাজাচ্ছে বিজেপি‌। এই সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ব্যার্থতা‌ ও দুর্নীতির‌ কথাও উঠে আসে‌। প্রার্থী দেওয়া নিয়েও বিজেপি‌ কোথায় দোনোমোনো‌ ভাব‌ প্রকাশ করছে না ‌। সংখ্যালঘু থেকে শুরু করে উচ্চ স্তরে বিজেপি‌ বিভিন্ন জায়গাতেই প্রার্থী দিচ্ছেন বলেও জানান সুকান্ত মজুমদার ‌। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা‌ থেকে কেন্দ্রিয়‌ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতার কথাও তুলে ধরেন ‌। বিনামূল্যে রেশন থেকে কেন্দ্রিয়‌ সরকারের জল‌ প্রকল্প আবাস‌ যোজনা‌ সহ অনেক প্রকল্পের কথাই তুলে ধরেন সুকান্ত মজুমদার ‌। পাশাপাশি সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেক্ষ্য কথা তুলে বলেন, কানে শুনে নয় চোখে দেখে ভোট দেবেন ‌‌। সুকান্ত মজুমদার সেই কথার উত্তরে বলেন চোখে দেখেই তো ভোট দেবেন ‌। পাশাপাশি ভোটের পর খেলা হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ‌‌। সুকান্ত মজুমদার উত্তরে জানান উনি খেলা‌ শুরু করলে আমরাও খেলবো‌ উনি ব্যাট‌ করলে‌ আমরা বল করবো‌। এমন‌ই সব বাক্য‌ বাণে উতপ্ত‌ বিভিন্ন এলাকা ‌। এখন দেখার বিষয় ভোট‌ তরণী‌ কিভাবে পেরায়‌ বঙ্গ‌ বিজেপি‌।‌

Sumalya Maitra’s report: Panchayat election alarm has sounded. In the rural areas of Bengal, the struggle of different political parties to beat each other is seen. Candidates of different parties are visiting voters’ houses. The party’s counter-complaint as a complaint of scarcity is the cause of the Bengal Panchayat election. Different groups are decorating the knot in different ways. The arrows of the opposition are aimed at the ruling party and sometimes the arrows of the ruling party are aimed at the opposition. No one is reluctant to leave the land to anyone due to accusations and counter-complaints. What are the thoughts of BJP, the main opposition party of West Bengal in the upcoming panchayat elections, and how are they planning their battle strategy; In this regard, a press conference was organized on the occasion of the panchayat election at Calcutta Press Club on Saturday 1st July at noon. BJP state president Sukanta Majumdar was present at the event. In his words, the BJP will defeat Suchagra Medini without a fight in the panchayat elections. BJP is planning one battle strategy after another. In this press conference, various failures and corruption of the West Bengal government also came up. BJP is not expressing any concern even about giving candidates. Sukant Majumdar also said that BJP is giving candidates in different places starting from minority to high level. Besides, the Prime Minister also pointed out the opposition of the West Bengal government to various developmental projects of the central government, from the Awas Yojana. Sukant Majumder highlighted many projects from free ration to the central government’s water scheme and housing scheme. Besides, the journalists mentioned Abhishek Banerjee and said that he will vote with his eyes and not with his ears. Sukant Majumdar replied that he will vote by sight. Besides, Abhishek Banerjee said that the game will be played after the vote. Sukant Majumder replied that if he starts playing, we will also play and if he bats, we will bowl. Different areas are heated with all such sentences. Now it is to be seen how the Bengal BJP will pass the polls

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights