নদীয়ায় PWD এর জায়গায় বেআইনি ভাবে ভরাট করার অভিযোগ


গোপাল বিশ্বাস,নদীয়া-ঃএবার PWD-এর জায়গা বেআইনি ভাবে ভরাট করার অভিযোগ উঠলো নদীয়ায়। এমনি চাঞ্চল্যকর ঘটনা টি ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের মুকুন্দপুর মাঠ পাড়া এলাকায়। এলাকার স্থানীয়রা অভিযোগ করে মাটি দিয়ে ভরাট করা জায়গাটি pwd এর, যে ভরাট করছে এখানে পেট্রোলপাম্প করবে, নবদ্বীপ ফকির তলা এলাকায় তার আরও একটি পেট্রোল পাম্প আছে বলেও জানান স্থানীয়দের একাংশ। তারা আরও বলেন এই বেআইনি ভাবে জায়গা ভরাট করার অভিযোগ নবদ্বীপ থানা, স্থানীয় পঞ্চায়েত সহ সকল সংশ্লিষ্ট দপ্তরে একাধিক বার জানানোর পরও কোন লাভ হয় নি। উল্লেখ্য বর্ষার সময় এলাকর জল ঐ খালি জায়গাটিতেই নামতো, এখানে পাম্প হলে যেমন বর্ষার জল যাবার জায়না নেই পাশাপাশি তিন দিকে ৩০ ফুট উচু প্রাচীর তুললে আসে পাসের বাড়ি ঘরে আলো বাতাসেরও সমস্যা হবে, বলে দাবী করেন স্থানীয়রা। যদিও পাম্প মালিকের সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি বলেন সমস্ত কাজ নিয়ম ও আইন মেনেই করা হচ্ছে,আমাদের সকল বৈধ কাগজপত্র আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights