চোর ধরো জেল ভরো কর্মসূচিকে সামনে রেখে এক ধিক্কার মিছিল


মালদা: চোর ধরো জেল ভরো কর্মসূচিকে সামনে রেখে এক ধিক্কার মিছিলের আয়োজন করল মালদা জেলা বিজেপি নেতৃত্ব। বুধবার বিকেলে পুড়াটুলি বিজেপি কার্যালয় থেকে এই ধিক্কার মিছিল শুরু হয় গোটা মালদা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ, বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী, মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, গৌড় চন্দ্র মন্ডল, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চম্পটি, মহিলা নেত্রী সুতপা মুখার্জি, নারায়নি ব্যানার্জি সহ অন্যান্যরা। জানা যায় এদিন এই কর্মসূচির মধ্যে দিয়ে এসএসসি দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

Malda: The Malda district BJP leadership has organised a protest march ahead of the Chor Dharo Jail Bharo programme. On Wednesday afternoon, the protest march started from the Bjp office in Puratuli and toured the entire Malda town. South Malda organisational district president Parthasarathi Ghosh, Bidhyaika Srirupa Mitra Chowdhury, Malda district BJP general secretary Biswajit Roy, Gaur Chandra Mondal, BJP Yuva Morcha district president Shubhankar Champai, women leaders Sutapa Mukherjee, Narayani Banerjee and others were present on the occasion. It is known that through this program, the demand for exemplary punishment of the former education minister arrested in SSC corruption was raised.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights