পূর্ব মেদিনীপুর : আগামী ২৮ মে শিল্পনগরী হলদিয়ায় জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দোপাধ্যায়ের সভার সমর্থনে তমলুক সাংগঠনিক জেলা INTTUC ( তৃণমূল শ্রমিক সংগঠন ) তৃণমূল নেতৃত্ব আলির উদ্যোগে মেচেদায় অনুষ্ঠিত হলো পথসভা। এদিন কোলাঘাটের থার্মাল পাওয়ার স্টেশন এর সামনে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সভার সমর্থনে জনসভার আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন তমলুক সাংগঠনিক জেলা INTTUC সভাপতি শিবনাথ সরকার, সম্পাদক টুটুল মল্লিক, সেলিম আলি, অসিত ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্বরা।