ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি দত্ত প্রোডাকশন থেকে প্রকাশিত হলো কবি সোমনাথ জি কুট্টির লেখা কবিতার সংকলন
“জীবনের নানা রং”। এই কাব্য গ্রন্থ তে রয়েছে ৪৩ টি কবিতা। কবি সোমনাথ খুব বাস্তববাদী। কারণ জীবনের চলা ফেরায়, ভালো মন্দে, সুখে দুঃখে, হাসি আনন্দে, সময় অসময়ে দৈনন্দিন জীবনের আত্ম কাহিনী লিখে ফেলেছেন কবিতার ছন্দে। তার কবিতার সূচিপত্রে চোখ বুলোলে কবিতার নামকরণ গুলো খুব বাস্তব ধর্মী তা দেখলেই বোঝা যায়। যে কবিতা গুলো বিশেষ করে আমাদের মন ভরাবে সেই গুলি হলো সম্পর্ক, আমি বাচতে চাই, কাপুরুষ, হায় স্বাধীনতা, আমি নারী, ফেলে আসা দিনগুলি, আমার রবি, চিরদিনের, ধর্ষিতা, লজ্জা, করোনা, আমরা সবাই রাজা, আমাদের দায়, বঙ্গবন্ধু, বাঙালি, আবার ঝড়, বৃক্ষ- একটি বক্তব্য, ভিখারি, সঠিক মানুষ, সরকার বলছে, বিদায় বার্তা, অপদার্থ, আর্তনাদ, আশা, সুযোগ সন্ধানী, পার পাবে না, সুযোগ সন্ধানী প্রমুখ। সমাজের যা কিছু ভালো খারাপ, জীবনের সাথে কবিতার প্রতিটা পংক্তি জড়িয়ে আছে যা রন্ধে রন্ধে তাই যেন সব কবি সোমনাথের মনের কথা। এসব ই কবি লিখে ফেলেছেন সকলের অজান্তে ডাইরির পাতায় যা আজ বই আকারে প্রকাশিত হলো। এই কবিতার বই-এ সুন্দর প্রচ্ছদ এঁকেছেন বিখ্যাত চিত্রকর ইন্দ্রজিৎ নারায়ণ। কাজল সেনের বর্ণ বিন্যাস এবং শুভদীপ চক্রবর্তীর ভূমিকা অনবদ্য। বইটি উৎসর্গ করা হয়েছে কবি সোমনাথ জি কুট্টির স্কুলের বাংলার শিক্ষিকা উমা ব্যানার্জী ও বন্ধু প্রয়াত দীপঙ্কর দে কে। সোমনাথ জি কুট্টির “জীবনের নানা রঙ” এই সময়ের এক অসাধারণ কাব্য গ্রন্থ। সকলের সংগ্রহের যোগ্য। বইয়ের দাম ১৫০ টাকা।