ইন্দ্রজিৎ আইচঃ ধুমকেতু পাপেট থিয়েটারের পরিচালনায় ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় সপ্তম জাতীয় পুতুল নাটক উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হলো দুদিন ধরে উত্তর কলকাতার বাগবাজার রিডিং লাইব্রেরীতে । সংস্থার পরিচালক দিলীপ মন্ডল জানান এবার উৎসবের থিম জনসেবায় পুতুলের ব্যবহার, শিক্ষা স্বাস্থ্য ও সমাজ সচেতনতা। আমরা গত সেপ্টেম্বর মাস থেকে কলকাতার নানান স্কুল ও সংস্থায় আমরা পাপেট কর্মশালা ও সেমিনার করে চলেছি। আসাম ও নাগাল্যান্ডে ওয়াকসপ সেমিনার করার পরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন সংস্থায় পাপেটের কর্মশালা ও সেমিনারের করেছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে পরিবেশ পরিচ্ছন্ন ও স্বচ্ছ্বতা, স্বচ্ছ্ব ভারত নিয়ে পুতুল নাটক করা হয়। এবারের উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হয় বাগবাজার রিডিং লাইব্রেরীতে দুদিনে ধরে। প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী সমিত সাহা ও নাট্য নির্দেশক সুরজিৎ সিনহা। তাদের উত্তরীয় ও স্বারক দিয়ে সংবর্ধনা জানান ধূমকেতু পাপেটের কর্ণধার দিলীপ মন্ডল। প্রেক্ষাগৃহে প্রথম দিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো ধুমকেতু পাপেট থিয়েটারের “স্বাধীনতা বিপ্লবীদের শ্রদ্ধাঞ্জলি”।
বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে ’জগায়ের স্বপ্ন’ রাংতাল থিয়েটারের “মানব পুতুল” এবং সংবেদনের ঠোঙার পাপেট মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু বেলা দুটো থেকে। এদিন ছিলো “শিল্পাঞ্জলির র তারের পুতুল নাচ আর কথা বলা পুতুল, ধুমকেতু পাপের থিয়েটারের কথা বলা পুতুল, অরুণ কুমার ঘোষের পুতুল নাচ, আশা নিকেতনের “জগায়ের স্বপ্ন” দ্বিতীয় পর্ব আর স্বনির্ভর দলের “পাপেটে পড়া পড়া খেলা”। এই ছিলো উৎসবের দ্বিতীয় ও শেষ দিনের ধূমকেতু পাপেট আয়োজিত জাতীয় পুতুল উৎসবের মূল আকর্ষণ। সব মিলিয়ে সমগ্র অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে ওঠে। সামগ্রিক অনুষ্ঠান এর ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ধূমকেতু পাপেটের কর্ণধার দিলীপ মন্ডল।
The 7th National Puppet Drama Festival, organized by Dhumketu Puppet Theatre and in collaboration with the Ministry of Culture of the Union Government, was held recently at bagbazar reading library in north Kolkata for two days. Dilip Mondal, director of the organization, said that the theme of this year’s festival is the use of dolls in public service, education, health and social awareness. We have been conducting puppet workshops and seminars in various schools and institutions of Kolkata since last September. Even after holding waksop seminars in Assam and Nagaland, I have held puppet workshops and seminars in various schools and institutions in West Bengal. In various schools of West Bengal, puppet plays are done on the environment clean and transparent, transparent India. The closing ceremony of this year’s festival was held at The Bagbazar Reading Library for two days. Eminent social worker Samit Saha and theatre director Surjit Sinha inaugurated the festival by lighting a lamp. Dilip Mondal, the owner of Dhumketu Puppet, welcomed them with a northern and svarak. The main attraction of the first day’s event in the theater was the “tribute to the freedom revolutionaries” of the Dhumketu Puppet Theatre.
With children with special needs, ‘Jagair Sapna’ was staged in rangtal theater’s “human doll” and a puppet of sensation. The second day’s program starts at two o’clock. On this day, “Shilpanjali’s wire puppet dance and talking doll, dhumketu sin theater talking doll, Arun Kumar Ghosh’s puppet dance, Asha Niketan’s “Jagayer Sapna” second episode and self-reliant group’s “puppet reading game”. This was the main attraction of the National Puppet Festival organized by Dhumketu Puppet on the second and last day of the festival. All in all, the entire event turned out to be impeccable in one word. Dilip Mandal, the owner of Dhumketu Puppet, was the idea, planning and directing of the overall program.