স্বনির্ভরতার লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষণ


সহদেব পরামাণিকঃ স্বনির্ভরতার লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষণ বান্দোয়ান ব্লকের কন্যাশ্রী ভবনে । জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি বান্দোয়ান ব্লক এর আটটি পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলা সেলাইয়ের কাজে পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন নির্বাচিত সদস্যাদের জেলা প্রশাসনের উদ্যোগে ও বান্দোয়ান ব্লক প্রশাসনের পরিচালনায় সেলাই শিখনের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে । জানা যায় তাঁদের কাজের দক্ষতা বৃদ্ধির পর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পোষাক তৈরীর কাজ করানো হবে , তাই কিভাবে স্কুলড্রেস সেলাই করতে হবে সেই বিষয়ের উপর চলছে প্রশিক্ষণ । বান্দোয়ান ব্লক এর 90 জন নির্বাচিত মহিলা গ্রুপের সদস্যারা এই প্রশিক্ষণ নিচ্ছেন, তিনটি গ্রুপে 30 জন করে প্রশিক্ষণ চলছে । প্রথম দফায় সাতদিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও রবিবার জেলাশাসক রাহুল মজুমদার প্রশিক্ষণরত মহিলাদের সাথে সাক্ষাত করেন এবং যাতে তাঁরা ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারেন সেই জন্য প্রশিক্ষণের দিন সংখ্যা আরো সাত দিন বাড়িয়ে দেন । বান্দোয়ান ব্লকের BDO কাশিফ সাবির জানান গ্রুপের মহিলারা যাতে সেলাইয়ের কাজে দক্ষতা অর্জন করতে পারেন তাই এই প্রশিক্ষণের ব্যবস্থা এতে তাঁরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে ।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights