শক্তিপদ মাহাতো, বান্দোয়ান : উন্নয়নের একমাত্র পথ “রাস্তা” । রাস্তা না হলে উন্নয়ন কখনোই সম্ভব নয় ।এবার সেই উন্নয়নের ঢেউ আছড়ে পড়ল বান্দোয়ানের কুড়িয়াপাড়া গ্রামে। এমনই চিত্র দেখা মিলল বান্দোয়ান ব্লক এলাকায়। দীর্ঘদিনের দাবি পূরণ হলো বান্দোয়ান ব্লকের ধাদকা গ্রাম পঞ্চায়েত এলাকার কুড়িয়াপাড়া গ্রামে । বান্দোয়ান পঞ্চায়েত সমিতির অর্থানুকুল্যে কুড়িয়াপাড়া গ্রামের কংক্রিট রাস্তা নির্মাণের কাজ শুরু হলো । বৃহস্পতিবার এই রাস্তা নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি আহ্লাদী মাহাতো । এছাড়াও উপস্থিত ছিলেন বান্দোয়ান ব্লক তৃণমূল সভাপতি রঘুনাথ মাঝি, তৃণমূল কংগ্রেসের বান্দোয়ান ব্লক কমিটির সদস্য লাল্টু দাস, ধাদকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুদ্ধেশ্বর হেমব্রম, ব্লকের সাস্থ্য কর্মাধ্যক্ষ্যা বিমলা সিং, শিক্ষা কর্মাধ্যক্ষ রাজিব সিংহ সহ বিশিষ্টজনেরা। এদিন সমস্ত প্রকার কোভিড বিধি মেনেই 34 লক্ষ্য 87 হাজার 480 টাকা ব্যয়ে কুড়িয়া পাড়া গ্রামের প্রায় পাঁচ কিমি কংক্রিট রাস্তা নির্মাণের কাজ শুরু করলো দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার । রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসী সহ এলাকাবাসীরাও । উল্লেখ্য এই রাস্তাটি যাতায়াতের প্রায় অযোগ্য ছিল দীর্ঘদিন ধরে। গ্রামে ঢুকতে চাইতনা কোন বড় গাড়ি । এমনকি গ্রামে কেউ অসুস্থ হলে রোগী নিতে এম্বুলেন্সও আসতে চাইতো না কখনো কখনো, বলে দাবি গ্রামবাসীদের। এবার কংক্রিট রাস্তা হওয়াতে এই সমস্যা মিটবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।