অরবিন্দ মাহাতো, পুরুলিয়াঃ আদিবাসী যুবক শিকারী সিঙ মুড়ার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে অবস্থান-বিক্ষোভ বাগডেগা গ্রামে। প্রসঙ্গত গত ১৬ই ফেব্রুয়ারী পুরুলিয়ার বাঘমুন্ডি থানার রবিডি গ্রামের বছর পঁচিশের আদিবাসী যুবক শিকারী মুড়াকে অবৈধ মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে ঝালদা আবগারি দপ্তর। গত ১৮ফেব্রুয়ারী শিকারী তাদের হেপাজতে থাকাকালীন শারীরিক অসুস্থতার কারণে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। গত ২০ শে ফেব্রুয়ারী চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিকারীর। তারপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যা বিক্ষোভের আকার ধারণ করে জেলার বিভিন্ন জায়গায় এখন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলির পাশাপাশি বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলে পুলিশের অত্যাচারে মৃত্যু হয়েছে শিকারির। শিকারির পরিবারের সাথে দেখা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ বিজেপি দলের রাজ্য নেতৃত্ব পরিবারের পাশে পৌঁছান। সঠিক তদন্ত ও যথার্থ ক্ষতিপূরণের দাবিতে আজ মানবাজার 1 নম্বর ব্লকের গোপালনগর অঞ্চলের বাগডেগা গ্রামে বিজেপি কর্মী সমর্থকরা একটি অবস্থান বিক্ষোভ করেন। এই অবস্থান বিক্ষোভে কর্মী-সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন, পুরুলিয়া জেলা বিজেপির সহ-সভাপতি সত্যবান মাহাতো মানবাজার 1 নম্বর ব্লকের zp 26 মন্ডলের সাধারণ সম্পাদক কাজল মহাপাত্র , জেলা এসটি মোর্চার সম্পাদক শম্ভু ওরাং ও গোপালনগর অঞ্চল বিজেপির অবজারভার তুলসী মাহাতো সহ স্থানীয় নেতৃত্ব। মঙ্গলবার এই বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতৃত্ব কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সঠিক তদন্ত না হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাবে তারা।